
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ১২:২২ এএম
বীরের সঙ্গে সারার রোমান্টিক নৃত্য, জাহ্নবীর জা হতে চলছেন সাইফকন্যা?

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
সাবেক প্রেমিকের সঙ্গে এবার একই ছবিতে অভিনয় করছেন সারা আলি খান। অভিনেত্রীর আসন্ন ছবির শুটিং চলছে ভারতের উত্তরাখণ্ডের মুসৌরিতে। অ্যাকশন এবং থ্রিলার ঘরানার এই ছবির নাম স্কাই ফোর্স। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া।
আসন্ন এই সিনেমার সেট থেকে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সাবেক প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে গানের তালে তালে নাচ করছেন সারা আলি খান। যার ফলে বলিউডপাড়ায় ফের গুঞ্জন উঠেছে, জাহ্নবী এবং সারা সম্পর্কে দুই জা হতে চলেছেন! কেননা, জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই অভিনেতা বীর পাহাড়িয়া।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সারা এবং বীর একটি বৌদ্ধ মন্দিরের সামনে নাচ করছেন। সারা পরনে একটি অফ হোয়াইট শাড়ি এবং বীরের পরনে রয়েছে সাদা প্যান্ট এবং কালো ব্লেজার। শুধু বীর এবং সারা নন, তারকার যুগলের পেছনে আরও কয়েকজনকে দেখা যাচ্ছে নাচ করতে।
ভাইরাল হওয়া এই ভিডিওতে দুষ্টু মিষ্টি কমেন্টে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, আপনাদের সঙ্গে তো ব্রেকআপ হয়ে গিয়েছিল। আবার একজন লিখেছেন, ইনি কে? চিনতেই পারলাম না। তৃতীয় একজন লিখেছেন, বেশ ভালই নাচ করছেন আপনারা। চতুর্থজন লিখেছেন, জাহ্নবী ও সারা তাহলে দুই জা! একজন বড় জা অন্যজন ছোট জা হবেন!
প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক ছিলেন সারা আলি খান। যদিও মাঝে তাদের ব্রেকআপের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে এখনো তারা সম্পর্কে রয়েছেন নাকি সত্যিই তাদের ব্রেকআপ হয়ে গেছে, সেই বিষয়টি যদিও স্পষ্ট নয়। তবে এই ভিডিও দেখে সামাজিক মাধ্যমে নতুন করে সারা ও বীরের প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে।