Logo
Logo
×

বিনোদন

বিজয় দিবসে সুখবর দিলেন শশী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ এএম

বিজয় দিবসে সুখবর দিলেন শশী

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের শুরুটা করেছিলেন বড় পর্দা দিয়ে, তবে জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন অভিনেত্রী শারমীন জোহা শশী। বর্তমানে কাজ করেন খুব বেছে বেছে। বিজয় দিবসে বিয়ের খবর দিয়ে নতুন করে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

সবাইকে জানিয়ে পরিবারের সম্মতিতে ১৬ সিম্বের বিয়ে করেছেন শশী।

অভিনেত্রী জানান, আমি বলেছিলাম সবাইকে জানিয়ে আনন্দময় পারিবেশে বিয়ে করব। বিয়েতে আমাদের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ১৬ ডিসেম্বর সন্ধ্যায় আমার মিরপুরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা ছোট পরিসরে সেরেছি। শিগগির বড় অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় সব মানুষদের নিয়ে গেট টুগেদার করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

শশী জানিয়েছেন, তার বরের নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যান তিনি। এখন পর্যন্ত অসংখ্য টেলিছবি ও খণ্ডনাটকে অভিনয় করেছেন। একই সঙ্গে মডেলিংয়েও সুনাম কুড়িয়েছেন শশী। এখনো নিয়মিত অভিনয় করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম