Logo
Logo
×

বিনোদন

বিজয় দিবস নিয়ে যা বললেন তারকারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম

বিজয় দিবস নিয়ে যা বললেন তারকারা

দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সার্বভৌম নতুন  বাংলাদেশের অভ্যুদয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে।

সাধারণ জনগণের পাশাপাশি তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান বিজয় দিবস নিয়ে পোস্ট দিয়েছেন। বিজয় দিবস নিয়ে কী ভাবছেন তারকারা। তাদের নিয়েই আজকের এই প্রতিবেদন।

সংগীতশিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, ‘সালাম বাংলাদেশ। সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ভালবাসা অবিরাম।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার ভেরিফায়েড পেজে বলেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’

এদিকে শবনম ফারিয়া বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন , ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

প্রসঙ্গত, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আজ বিজয় দিবস উদযাপন শুরু হয়। বিজয় দিবস উপলক্ষ্যে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক করেন।

ঘটনাপ্রবাহ: মহান বিজয় দিবস


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম