ঈশান খট্টরের মায়ের ভূমিকায় অভিনয়ে আপত্তি মল্লিকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০২:১০ পিএম
ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের নেটফ্লিক্সের নতুন একটি ওয়েব সিরিজ ‘দ্যা রয়্যালস’- এ ঈশান খট্টরের মায়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তিনি না করে দেন । এই ধরনের চরিত্রে অভিনয় না করার কারণ কি? উপযুক্ত বয়স না অন্য কিছু?
আনন্দবাজারের প্রতিবেদন বলছে, মল্লিকা এক সাক্ষাৎকারে কারণ হিসেবে বলেছেন আমাকে যে চরিত্রের কথা বলা হয়েছিল এবং যে স্ক্রিপ্ট দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, আমার মনে হয়েছিল আমি প্রতারিত হয়েছি। যে কারণে ভীষণ হতাশ হয়ে পড়ি। আমি কোনোভাবেই এই চরিত্রে অভিনয় করতে চাইনি। তাই মানা করে দিয়েছি।
মল্লিকা বলেন, ‘আমি মহেশ ভাটের সঙ্গে কাজ করতে চাই আবার। কিছু দিন আগেই মুম্বাইতে ওনার সঙ্গে দেখা হয়েছে। একটি সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো ফাইনাল কিছু হয়নি।
বয়স প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, যেসব নতুন মুখ তথাকথিত স্টারডম পাওয়ার জন্য প্লাস্টিক সার্জারি করতেও রাজি হয়ে যান, তাদের সঙ্গে ২০ বছর পর দেখা করতে চাই। আমি দাবি করে বলতে পারি, ২০ বছর পরও আমি ঠিক একই রকম থাকব, একই রকম সৌন্দর্য নিয়ে।
উল্লেখ্য, ‘দ্যা রয়্যালস’ ওয়েব সিরিজে ঈশান খাট্টার ছাড়াও অভিনয় করছেন ভূমি পেডনাকর, জিনাত আমান, নোরা ফাতেহি, চাঙ্কি পান্ডে, সাক্ষী তানওয়ার, ডিনো মোরিয়া, মিলিন্দ সোমান প্রমুখ।