Logo
Logo
×

বিনোদন

সুন্দরবনের প্রবেশদ্বারে ধারণকৃত ইত্যাদির প্রচার আজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ এএম

সুন্দরবনের প্রবেশদ্বারে ধারণকৃত ইত্যাদির প্রচার আজ

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন একটি পর্ব ধারণ করা হয়েছে সুন্দরবনের প্রবেশদ্বার হিসাবে খ্যাত পুরাকীর্তি সমৃদ্ধ নগরী বাগেরহাটে। নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে বাগেরহাটকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য।

গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত আয়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজীব, অয়ন, তানজিনা রুমা ও এমেলী। আরও একটি গান গেয়েছেন বাগেরহাটেরই সন্তান কণ্ঠশিল্পী নাসির ও সানজিদা রিমি। দর্শক পর্বে অংশগ্রহণ করেন বাগেরহাটের জনপ্রিয় লোক বাদ্যযন্ত্রশিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার ও তার কয়েকজন শিক্ষার্থী। যথারীতি এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন।

সুন্দরবন, মোংলা সমুদ্র বন্দরসহ বাগেরহাটের বিভিন্ন দর্শনীয়, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ও প্রত্নসম্পদ এবং হজরত খানজাহানের অসংখ্য কীর্তিশোভিত স্থান ও স্থাপনার ওপর প্রতিবেদন। আরও রয়েছে বাগেরহাটের একদল নারী, যারা ফেলনাসামগ্রী কাজে লাগিয়ে নানা উপকরণ তৈরি করেন, তাদের নিয়ে প্রতিবেদন। বাগেরহাটের ঢাংমারী গ্রামের অধিকাংশ মানুষেরই জীবিকার প্রধান উৎস সুন্দরবন। নিষিদ্ধ সময়েও কেউ কেউ সুন্দরবনে প্রবেশ করে নানা ধরনের বিপদের সম্মুখীন হন, কেউ কেউ মৃত্যুবরণও করেন, এ বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের উত্তর দিকে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়নের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন। অনুষ্ঠানে জাদু প্রদর্শন করেন ম্যাজিক রাজিক। চিঠিপত্র বিভাগে বাগেরহাটের এক ব্যতিক্রমী নারী উদ্যোক্তার জীবন সংগ্রামের চিত্র তুলে ধরা হয়।

এছাড়া বাগেরহাটের মঞ্চে সমসাময়িক বিভিন্ন বিষয় ও প্রসঙ্গ নিয়ে সামাজিক অসংগতি ও সমাজ সংস্কারের ওপর রয়েছে একাধিক নাট্যাংশ। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি আজ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম