Logo
Logo
×

বিনোদন

৩৪ ছুঁয়ে মাঝসমুদ্রে যে কাণ্ড ঘটালেন কার্তিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

৩৪ ছুঁয়ে মাঝসমুদ্রে যে কাণ্ড ঘটালেন কার্তিক

সংগৃহীত

সূর্যাস্তের সময় মাঝসমুদ্রে সাঁতার কাটতে দেখা গেল বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে। প্রকৃতির সঙ্গে একাত্ম্য হয়েই কাটল তার জন্মদিন। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) তার জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন তিনি। বর্তমানে বলিউডের অন্যতম ব্যবসাসফল তারকা কার্তিক। প্রযোজকরা চোখ বন্ধ করে টাকা লাগান তার ছবিতে।  এমনিতে নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শেষ নেই। বলিউডের একাধিক সুন্দরীর সঙ্গে তার নাম জড়িয়েছে। 

তবে জন্মদিনটা কোনো সুন্দরীর সঙ্গে নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে কাটালেন এ অভিনেতা। জন্মদিনে সমুদ্রে ডুব দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কার্তিক তার সমুদ্রসৈকতের নির্মল অভিজ্ঞতা তুলে ধরে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। গোলাপি শার্ট আর সাদা প্যান্ট পরা কার্তিক সমুদ্র আর সূর্যাস্তের সৌন্দর্য মন খুলে উপভোগ করলেন। 

এ ছাড়া সমুদ্রে সাঁতার কাটার একটি ভিডিও পোস্ট করেছেন এ অভিনেতা। ক্যাপশনে তিনি তার বিশেষ দিনে ফ্যানদের অফুরান ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন ভুলভুলাইয়া ৩ তারকা। ক্যাপশনে কার্তিক আরিয়ান লিখেছেন— তোমার অফুরন্ত ভালোবাসার (লাল হৃদয়ের ইমোজি) জন্য ধন্যবাদ।

এদিকে জন্মদিনে কার্তিকের খোলামেলা ছবি ও ভিডিও শেয়ার করেছেন তার বোন কৃতিকা তিওয়ারি। কার্তিকের চিকিৎসক বোন লিখেছেন—জীবনটা এভাবেই হাসিমজায় একসঙ্গে কাটুক… শুভ কোকি দিবস’। কার্তিককে কোকি বলে ডাকেন কৃতিকা। 

উল্লেখ্য, কার্তিক তার 'ভুল ভুলাইয়া ৩' ছবির সাফল্যে উচ্ছ্বসিত। ২০২৪ সালের তৃতীয় সফল হরর-কমেডি এ ছবি। মুঞ্জিয়া ও স্ত্রীর পাশাপাশি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ভুলভুলাইয়া ৩। 

ছবিতে কার্তিকের সঙ্গে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত, বিদ্যা বালান ও তৃপ্তি দিমরি। হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বেও দেখা মিলেছিল কার্তিকের, রুহবাবার ভূমিকায় ফের একবার সফল তিনি। 

ভুল ভুলাইয়া ৩ পরিচালনা করেছেন আনিজ বাজমি। ২০০৭ সালে মুক্তি পাওয়া 'ভুল ভুলাইয়া' ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। ২০২২ সালে দ্বিতীয় পর্ব ভুল ভুলাইয়া ২ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, কিয়ারা আদভানি ও টাবু। অজয় দেবগণের সিংগাম অ্যাগেইন ছবির সঙ্গে বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন কার্তিক। সিংগামকে কড়া টক্কর দিয়ে দেশব্যাপী প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে ভুলভুলাইয়া ৩।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম