Logo
Logo
×

বিনোদন

শোভিতার বিয়ে নিয়ে যে কথা বললেন নাগার বাবা নাগার্জুন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৯ এএম

শোভিতার বিয়ে নিয়ে যে কথা বললেন নাগার বাবা নাগার্জুন

বলিউড অভিনেতা নাগা চৈতন্য দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে এবার অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। 

দক্ষিণী রীতি মেনেই আগামী ৪ ডিসেম্বর হচ্ছে এ বিয়ের অনুষ্ঠান। খুব বেশি সময় নেই হাতে। একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিও। কিন্তু নাগা চৈতন্যকে নাকি মাথা ঘামাতে নিষেধ করেছে শোভিতার পরিবার। এ কথা জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নার্গাজুন আক্কিনেনি।

হায়দরাবাদের বাঞ্জরা হিলসে ২২ একরজুড়ে অবস্থিত পারবিবারিক এই স্টুডিওতেই নাগা-শোভিতার বিবাহবাসর বসতে পারে। তবে গোটাটাই হবে শোভিতাদের পরিবারের নিয়মে। বিয়ের আচার অনুষ্ঠান হবে তেলেগু নিয়মে। ঘনিষ্ঠ পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ প্রায় ৩০০ জনের মতো অতিথি আমন্ত্রিত থাকছেন। খুব এলাহি আয়োজন নয়, বরং পরিবারকে সঙ্গে নিয়ে বিয়ের অনুষ্ঠান ভীষণ ব্যক্তিগত রাখতে চাইছে দুই পরিবার।

তবে বিয়ে নিয়ে আক্কিনেনি পরিবারকে মাথা ঘামাতে না করে দিয়েছে শোভিতার পরিবার। হবু শ্বশুর নাগার্জুন বলেন, ওরা নাগা চৈতন্যকে বিয়ের আচার নিয়ম-কানুন নিয়ে মাথা ঘামাতে না করেছে। ওরা ওদের মতো করে করতে চায়। আমরাও খুব নিশ্চিন্ত, অনেক বড় বোঝা মাথা থেকে নামল। যদিও এ মুহূর্তে হবু বউমাসহ পুরো আক্কিনেনি পরিবার রয়েছে গোয়াতে। সেখানেই চলচ্চিত্র উৎসবে সপরিবারে ছবি তুলতে দেখা গেছে তাদের।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম