রিকশাচালকদের আন্দোলন নিয়ে যা বললেন নিলয় শাহিন ও মোর্শেদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম
ঢাকার বিভিন্ন স্থানে শুরু হয়েছে অটোরিকশাচালকদের আন্দোলন। ইতোমধ্যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে অটোরিকশা বন্ধের। সরকার কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অটোরিকশা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আন্দোলন করছেন অটোরিকশাচালকরা। তাই শুরু হয়েছে শহরজুড়ে ট্রাফিক জ্যাম। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলছেন বিনোদন জগতের কোনো কোনো তারকা।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর শুটিং নিয়ে ব্যস্ত । তিনি এর মধ্যে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন— অটোরিকশা ইমপোর্ট করে দেশে এনে আবার বন্ধ করা হচ্ছে। ইমপোর্ট করার পারমিশন দেয় কে, আর বন্ধ করার পারমিশন দেয় কে? অটোরিকশাকে নিয়ে কেন এই ছিনিমিনি খেলা?
নির্মাতা শিহাব শাহীন অটো বন্ধে সরব হয়েছেন। তিনি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন—অটোরিকশা বন্ধ হোক। আন্দোলনে দমে যাওয়া যাবে না।
‘এফএনএফ’ ধারাবাহিক নাটক দিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেতা ম ম মোর্শেদ। তিনি লিখেছেন— শাহজাহান ওমর গ্রেফতার হয়েছে। আমি অটোরিকশা বন্ধের বিপক্ষে, প্লিজ থাকুক।
নাট্যপরিচালক আফজাল হোসেন মুন্না বিক্ষোভে সমস্যার চিত্র তুলে ধরে লিখেছেন— ‘ঢাকা ও আরিচায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ। দ্বিতীয়ত ঢাকাজুড়ে অটো বিক্ষোভের সঙ্গে আর কোথাও কোনো অনুষ্ঠান চলছে?