হুমকির মধ্যেই ভোট দিতে আসেন সালমান, গৌরীকে নিয়ে শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০৪:০৪ পিএম
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে মুম্বাইয়ে বলিউড তারকাদের অনেকেই ভোট দিতে এসেছিলেন। তাদের দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল লক্ষণীয়। গতকাল বুধবার মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দিকে নজর ছিল সারাদেশের। মুম্বাইয়ে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও ভোট দেন তাদের পছন্দের প্রার্থীকে এবং সবাইকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান।
আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এবারও মুম্বাইয়ে তারকাদের মধ্যে সবার আগে নিজের ভোটকেন্দ্রে পৌঁছে যান অভিনেতা অক্ষয় কুমার। সাদা শার্ট ও চেক ট্রাউজারে দেখা যায় তাকে। পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, সুব্যবস্থা ছিল। বিশেষ করে, বর্ষীয়ান নাগরিকদের জন্য আলাদা বন্দোবস্ত করা হয়েছিল। অক্ষয় ছাড়াও সকালের দিকে ভোট দেন অভিনেতা রাজকুমার রাও, পরিচালক জোয়া আখতার।
দুপুরে ভোট দিতে আসেন অভিনেতা রণবীর কাপুর। তার পরনে ছিল সাদা টিশার্ট ও নীল জিনস। ভোট দিয়ে বেরিয়ে রণবীর বলেন, সব কিছু ভুলে মানুষের আগে ভোট দেওয়া উচিত। ভোট মানুষের অধিকার।
বিকাল ৪টা ৪৫ মিনিটে বান্দ্রায় ভোট দিতে আসেন সালমান খান। সম্প্রতি একের পর এক হুমকির জেরে সালমান কখন ভোট দেবেন, তা নিয়ে শুরু থেকেই কৌতূহল ছিল। কড়া নিরাপত্তার মধ্যে ভাইজান ভোট দিতে আসেন। অবশ্য তার আগেই কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন অভিনেতার বাবা সেলিম খান ও মা সালমা খান। তাদের সঙ্গে ছিলেন আরবাজ খান ও সোহেল খান। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুটা আগে সপরিবারে ভোট দিতে আসেন বলিবাদশাহ শাহরুখ খান। তার পরনে ছিল সাদা শার্ট ও জলপাইরঙা ট্রাউজার। মাথায় ছিল টুপি। বলিউড বাদশার সঙ্গে ভোট দেন স্ত্রী গৌরী খান। সঙ্গে ছিলেন পুত্র আরিয়ান ও কন্যা সুহানা খান। তাদের দেখতে উৎসাহী জনতার ভিড় ছিল লক্ষণীয়।
এ ছাড়া পরিবারের সঙ্গে ভোট দিতে আসেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তার সঙ্গে ছিলেন চাঙ্কি পান্ডে ও ভাবনা। কার্তিক আরিয়ানকে এক ঝলক দেখার জন্য তার ভোটকেন্দ্রের বাইরে উৎসাহী জনতার ভিড় জমে। অভিনেতা খুশি মনে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়েন। অবশ্য ভোট দিয়েই ব্যক্তিগত কাজে মুম্বাই ছাড়েন কার্তিক। অভিনেত্রী কারিনা কাপুর খান ও সাইফ আলি খান একসঙ্গে ভোট দিতে আসেন।
এদিকে ভোট দিতে আসেন অভিনেতা শ্রদ্ধা কাপুর, অর্জুন কাপুর, গোবিন্দ, জন আব্রাহাম, সুনীল শেঠি, সোনু সুদ, তুষার কাপুর, রাহুল বোস, বিশাল দাদলানি, পরিচালক সুভাষ ঘাই, রাকেশ ওম প্রকাশ মেহেরা,সোনালি বেন্দ্রে, রাকেশ রোশন, কিয়ারা আদভানি, টাইগার শ্রফ, ফরহান আখতার, মাধুরী দীক্ষিত, জাভেদ আখতার ও অনুপম খের প্রমুখ।
হাসিমুখে ভোট দিয়ে সংবাদমাধ্যমকে অনুপম বলেন, আমি প্রত্যেকবার ভোট দিই। কারণ আমাদের যে চাহিদার কথা বলা হয়, একমাত্র ভোট দিয়েই তা পূরণ হতে পারে। তাই যারা প্রথমবার ভোট দিচ্ছেন, তাদের বলব— নিয়ম করে ভোট দিতে। এটা আমাদের অধিকার।
উল্লেখ্য মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বুধবার মোট ২৮৮ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২৩ নভেম্বর শনিবার নির্বাচনের ফল প্রকাশ করা হবে।