তুমুল বিতর্কে স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন রহমান, যা ঘটেছিল সেদিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ পিএম
গত বছর অভিনেত্রী কস্তুরী শংকর ‘ভিকাতান অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যেখানে দেখা যায় রহমানের পাশে রয়েছেন স্ত্রী সায়রা বানু। সেই ভিডিও পোস্ট করে সায়রার তামিল ভাষায় সাবলীলতা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।
শুধু তাই নয়, অভিনেত্রী সায়রার মাতৃভাষা ঠিক কী, বাড়িতে কোন ভাষায় কথা বলেন— এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই সময় বহু অনুরাগী এআর রহমান ও তার স্ত্রীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং অযৌক্তিক মন্তব্য করার জন্য অভিনেত্রী কস্তুরী শংকরের সমালোচনাও করেছিলেন। এমন পরিস্থিতিতে কস্তুরীর টুইটের জবাবে বেশ শান্তভাবে সামাল দেন অস্কারজয়ী সংগীতশিল্পী। তিনি সেদিন তামিল ভাষায় যা লিখেছিলেন, তার অর্থ—‘ভালোবাসার প্রতি শ্রদ্ধা’।
এক সাক্ষাৎকারে রহমান বলেন, সায়রা বানু কচ্ছ ও ইংরেজি ভাষায় কথা বলেন। তিনি সায়রাকে ইংরেজি ভাষাতেই বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন।
প্রসঙ্গত ২৯ বছরের দাম্পত্য জীবন শেষ করে দিলেন অন্যতম বিখ্যাত অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা নিজেই করেন এআর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি পোস্ট করে লিখেছিলেন— ‘আমরা ভেবেছিলাম ৩০ বছর অতিক্রান্ত করে ফেলব, কিন্তু তা হলো না। আমার মনে হয় সব কিছুরই পরিণতি আগে থেকেই স্থির করা থাকে। একটি ভগ্ন হৃদয় নিয়ে এটা জানাতেই হচ্ছে যে, সবকিছু শেষ হয়ে গেল। সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের এই ব্যক্তিগত মতামতকে সম্মান দেওয়ার জন্য।’
উল্লেখ্য, ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এআর রহমান ও সায়রা বানু। তিন সন্তানের বাবা-মা তারা। কিন্তু হঠাৎ করে এত বছর পর বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা দম্পতি, খবর শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সংগীতশিল্পীর ভক্তরা।