কেন মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি ভাড়া দিচ্ছেন দীপিকা-রণবীর?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
বলিউডপাড়ার পাওয়ার কাপলখ্যাত দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং মুম্বাইয়ের বিউ মন্ডে টাওয়ার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে মাসিক ভাড়ায় একটি অ্যাপার্টমেন্ট লিজ নিয়েছেন। স্কয়ার ইয়ার্ড অনুযায়ী যার জন্য প্রতিমাসে ৭ লাখ টাকা খরচ করতে হবে তাদের।
অ্যাপার্টমেন্টটি প্রভাদেবীতে অবস্থিত মুম্বাইয়া পশ্চিম ও মধ্য শহরতলির উভয় ক্ষেত্রেই নিরবচ্ছিন্ন সংযোগ প্রদান করে। এটি ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং ওয়ারলি-বান্দ্রা সি লিঙ্কের মতো প্রধান সড়কপথকে সংযুক্ত করে।
এই এলাকাটি সিদ্ধিবিনায়ক মন্দিরের জন্য বিখ্যাত এবং প্রধান ল্যান্ডমার্কের কাছাকাছি দাদার সৈকত এবং হাই স্ট্রিট ফিনিক্স।
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের অ্যাপার্টমেন্টের বিল্ট-আপ এলাকা ৩২৪৫ বর্গফুট এবং কার্পেট এলাকা ২৩১৯.৫০ বর্গফুট। এতে তিনটি গাড়ি পার্কিং স্পেস রয়েছে। ইজারা চুক্তির মেয়াদ ৩৬ মাস এবং নভেম্বর ২০২৪ এ নিবন্ধিত হয়েছিল। প্রাথমিক নিরাপত্তা আমানত হল ২১ লাখ। ইজারা চুক্তি একটি টায়ার্ড কাঠামো অনুসরণ করবে, মাসিক ভাড়া সেটসহ প্রথম ১৮ মাসের জন্য ৭ লাখ এবং পরবর্তী ১৮ মাসের জন্য ৭.৩৫ লক্ষ টাকা।
এই ভাড়া করা অ্যাপার্টমেন্ট ছাড়াও, দীপিকা পাড়ুকোনের বিউ মন্ডে টাওয়ারে একটি সম্পত্তি রয়েছে। তার অন্যান্য রিয়েল এস্টেট বিনিয়োগের মধ্যে রয়েছে বান্দ্রায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং আলিবাগে একটি সুবিশাল বাংলো।
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং দুজনেই বলিউডের শীর্ষস্থানীয় সেলিব্রিটি। ৮ সেপ্টেম্বর এই দম্পতি একটি কন্যা সন্তানকে স্বাগত জানায়। পাডুকোনও বিশ্বব্যাপী স্বীকৃত। তিনি অস্কার ২০২৩ এ একজন উপস্থাপক হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। পাঠান ছবিতে তার সর্বশেষ অভিনয় ব্যাপক প্রশংসা পেয়েছে।
রণবীর সিংয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল রকি অর রানি কি প্রেম কাহানি, যা ২০২৩ সালে মুক্তি পায়। ছবিটি বক্স-অফিসে হিট হয়েছিল যার সংগ্রহ প্রায় বিশ্বব্যাপী ৩১৫ কোটি।