চুম্বনদৃশ্যের শুট হয় তিন দিন ধরে, সেট ছাড়েননি অভিনেত্রীর মা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
ছবি: সংগৃহীত
ঘটনা ১৫ নভেম্বর ১৯৯৬ সালের। আজ থেকে ২৮ বছর আগে পরিচালনা করলেও এখনো শোনা যায় ধর্মেশের মুখে ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার শুটিংয়ের কাহিনি। তেমনই এক গল্প শুনিয়ে তিনি তাক লাগিয়েছিলেন সিনেপ্রেমীদের। অভিনেতা আমির খান ও কারিশমা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘রাজা হিন্দুস্তানি’ মুক্তি পেয়েছিল আজ থেকে ২৮ বছর আগে। সেই ছবিটি পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন। সেই ছবি মুক্তির ২৮ বছর পূর্ণ হয়েছে সম্প্রতি।
‘রাজা হিন্দুস্তানি’ ছাড়াও আরও ছয়টি সিনেমা পরিচালনা করেছেন ধর্মেশ দর্শন। তার মধ্যে একাধিক ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। তবে ধর্মেশও স্বীকার করেন— আমির খান ও কারিশমা কাপুর ‘রাজা হিন্দুস্তানি’র জন্য তার মনে বিশেষ জায়গা রয়েছে।
রাজা হিন্দুস্তানির গান ও বিভিন্ন দৃশ্য আজও জনপ্রিয়। তবে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল আমির ও কারিশমার একটি দীর্ঘ চুম্বনদৃশ্য। এ দৃশ্য নিয়ে সেই সময় চর্চাও কম হয়নি। বিভিন্ন জল্পনাও তৈরি হয়েছিল। সংবাদমাধ্যম ‘লেহরে রেট্রো’র সঙ্গে একটি সাক্ষাৎকারে সেই চুম্বনদৃশ্য নিয়েই মুখ খোলেন ধর্মেশ। জানান, সেই বিখ্যাত চুম্বনদৃশ্যের নেপথ্য কাহিনি।
‘রাজা হিন্দুস্তানি’ ছবির শুটিংয়ের সময় কারিশমার বয়স ২২ আর আমির ৩১। পর্দায় চুম্বনদৃশ্যে আমিরের হাতেখড়়ি হলেও কারিশমা ওই ছবির আগে কোনো চুম্বনদৃশ্যে অভিনয় করেননি। আর তা নিয়েই চিন্তিত ছিলেন ধর্মেশ।
ধর্মেশ জানান, তিনি আমির ও কারিশমাকে আলাদা করে এই দৃশ্যের কথা বলেছিলেন। প্রতিটি শট আলাদা করে ব্যাখ্যা করেছিলেন। আমির পুরো বিষয়টি খুব সাধারণভাবে নিলেও কারিশমা উত্তেজিত ছিলেন। ধর্মেশ আরও বলেন, কারিশমা খুব ভালো কাজ করছিলেন। তবে চুম্বনদৃশ্য নিয়ে খুব উত্তেজিত ছিলেন তিনি। আমি সেটি বুঝতে পারছিলাম। কারিশমা আগে কখনো চুম্বনের দৃশ্যে অভিনয় করেনি। আমি ওকে বারবার বলেছিলাম যে, তিনি কী পারবেন, ব্যাকগ্রাউন্ডে কী হবে। কিন্তু তিনি আমায় বলেছিলেন—তোমার এত কিছু বলার দরকার নেই।
যদিও ধর্মেশের চিন্তা কমেনি। ধর্মেশের আরও চিন্তা বাড়িয়েছিলেন কারিশমার মা ববিতা কাপুর। সেই সময় বলিউডে কান পাতলেই শোনা যেত, কারিশমার প্রায় প্রতিটি ছবির শুটিংয়েই উপস্থিত থাকতেন ববিতা। মেয়েকে চোখে চোখে রাখতেন। কারিশমা কোন সিনেমায় কাজ করবেন, আর কোন সিনেমায় কাজ করবেন না— সেই সিদ্ধান্তও নাকি নিতেন ববিতা।
আর সে কারণেই সিনেমার পর্দায় মেয়ের প্রথম চুম্বনদৃশ্যের কথা ববিতার থেকে লুকানোর কথা ভাবতে পারেননি ধর্মেশ। কারিশমার বয়স কম হওয়ার কারণেও বিষয়টি তার মাকে জানানোর সিদ্ধান্ত নেন পরিচালক।
ধর্মেশ বলেন, আমি ববিতাজিকে ঘরের ভেতরে বসিয়ে পুরো দৃশ্যের বর্ণনা দিয়েছিলাম। কারণ কারিশমা তখন খুব ছোট ছিল। বলিপাড়ায় লোলোকে (কারিশমার ডাক নাম) সবাই ভালো মেয়ে বলেই জানত। খুব ঝামেলাও করত না। পুরো দৃশ্যের কথা শুনে মেয়ের চুম্বন করা নিয়ে ববিতা কোনো আপত্তি করেননি। এর পরেই সেই দৃশ্যের শুটিং শুরু হয়। তবে ধর্মেশ জানিয়েছেন, ওই একটি দৃশ্য শুট করতে সময় লেগেছিল তিন দিন! আর ওই তিন দিনই সেটে উপস্থিত ছিলেন ববিতা কাপুর।
ধর্মেশ আরও বলেন, ছবির প্রযোজকরা চেয়েছিলেন পোস্টারে চুম্বনের দৃশ্যের ছবি রাখতে। তবে তিনি সেই অনুমতি দেননি। নিজগুণেই সুপারহিট হয়েছিল সিনেমা।
উল্লেখ্য, ‘রাজা হিন্দুস্তানি’ ছবিতে আমির- কারিশমা ছাড়াও কুণাল খেমু, অর্চনা পূরণ সিং, সুরেশ ওবেরয় এবং জনি লিভারের মতো অভিনেতারা অভিনয় করেছিলেন। নব্বইয়ের দশকের সেই ছবি ‘ক্লাসিক’ তকমাও পেয়েছিল।