৭২-এ পা রাখলেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম
ছবি: সংগৃহীত
দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। কণ্ঠের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন সুরকার হিসাবে। গায়িকার পাশাপাশি সুরকার হিসাবেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান, আদনান সামী, আঁখি আলমগীরসহ বর্তমান প্রজন্মের একাধিক শিল্পী।
অডিও এবং সিনেমা মিলিয়ে তার ঝুলিতে রয়েছে ভিন্ন ভিন্ন ভাষায় দশ হাজারেরও বেশি গান। এখনো স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে পুলকিত হন তিনি। তবে ইদানীং গান গাওয়ার চেয়ে সুর করতেই বেশি পছন্দ করেন।
আজ এ প্রখ্যাত সংগীতশিল্পীর জন্মদিন। জীবনের ৭১ বসন্ত পেরিয়ে ৭২-এ পা রেখেছেন। আজকের দিনটি পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটাবেন বলে জানিয়েছেন তিনি। দুপুরে চ্যানেল আইতে ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নেবেন। এটি সাজানো হয়েছে তাকে ঘিরেই। জানা গেছে, এ আয়োজনে রুনা লায়লা সঙ্গে উপস্থিত থাকবেন দেশের আরও কয়েকজন প্রখ্যাত সংগীতশিল্পী।
জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘শুরুতেই সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা, আমাকে এখনো সুস্থ রেখেছেন। সবার কাছে দোয়া চাই যেন বিধাতা আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর সুন্দর গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারি। সংগীত জীবনে দীর্ঘ ষাট বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা পেয়েছি, তাতে মনে করি সবার দোয়ায় আজ এ পর্যন্ত আসতে পেরেছি।’
এ মুহূর্তে নতুন কোনো গানের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে এ সংগীতশিল্পী বলেন, ‘গান নিয়েই তো আমার সব ভাবনা। বেশকিছু পরিকল্পনা আছে। আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে, ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব বলে ঠিক করেছি। যেমন এরই মধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য দুটি গান করেছি। সামনে আরও গান আসছে।’
ক্যারিয়ারে গান গাওয়ার পাশাপাশি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ নামে একটি সিনেমায়ও অভিনয় করেছেন রুনা লায়লা।