
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০১:১৬ এএম
নিজের নাম বদলে ফেললেন আম্বানি পুত্রবধূ

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১২:২৭ পিএম

আরও পড়ুন
মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রাধিকা মার্চেন্ট। অনন্ত-রাধিকার রাজকীয় আয়োজনের বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড-হলিউডের তারকা ছাড়াও বিশ্বের নামজাদা সব তারকা। বিয়ের চার মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যেই জানা গেল, আম্বানির পরিবারে নতুন অতিথি আসতে চলেছে । খুব শিগগির মা হতে চলেছেন রাধিকা মার্চেন্ট। অবশ্য বেশ কিছু দিন আগে থেকেই চলছিল এ জল্পনা।
এদিকে আম্বানি পুত্রবধূ রাধিকা নাম বদলে ফেলেছেন। বিয়ের পর এই প্রথমবার নিজের নাম বদলে ফেললেন আম্বানি পরিবারের ছোট বউ। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নাম রাধিকা মার্চেন্ট থেকে বদলে রাধিকা আম্বানি করেন তিনি। এই বদলটি সামনে আসতেই শোরগোল নেটমাধ্যমে। সামাজিকমাধ্যমে রাধিকা মার্চেন্টের নাম পরিবর্তনের পর তা জানতে গুগলে ৫ হাজারের বেশি সার্চ হয়েছে। প্রায় ১০০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সার্চ।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি খবর চাউর হয়েছে— রাধিকা মার্চেন্ট সন্তানসম্ভবা। নবাগত পৃথিবীর আলো দেখতে খুব বেশি দিন নেই বলে জানা গেছে। কান পেতে শোনা— আগামী ফেব্রুয়ারিতেই নাকি ভূমিষ্ঠ হবে অনন্ত ও রাধিকার সন্তান। যদিও আম্বানি পরিবারের তরফ থেকে এমন কোনো কথা নিশ্চিত করা হয়নি। কোনো কোনো মহল এটিকে ভুয়া বলেও দাবি করছেন।
উল্লেখ্য, নিজের ৩০তম জন্মদিন জাঁকজমক করে উদ্যাপন করেছেন রাধিকা আম্বানি। মুম্বাইয়ের অ্যান্টিলিয়ার বাসভবনে আম্বানিবধূ হিসেবে তার প্রথম জন্মদিন উদ্যাপন হয়েছে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত এ উদযাপনে কেক কেটে জন্মদিন পালন করেন।