Logo
Logo
×

বিনোদন

পানমশলার বিজ্ঞাপন করে ট্রলের মুখে অজয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

পানমশলার বিজ্ঞাপন করে ট্রলের মুখে অজয়

ছবি: সংগৃহীত

পানমশলার বিজ্ঞাপনে কাজ করে বিতর্কের মুখে পড়েছিলেন অজয় দেবগন। সমালোচনাও হয়েছিল অভিনেতাকে নিয়ে। তবে গুরুগম্ভীর সমালোচনার পাশাপাশি তাকে নিয়ে সমাজিক মাধ্যমে মশকরাও কম হয়নি। ‘অজয় দেবগন মিম’ বলে গুগলে খুঁজলেও বেরিয়ে আসবে একগুচ্ছ মিম। এসব নিয়ে রীতিমতো নেটপাড়ায় হাসির খোরাক হয়ে উঠেছেন অভিনেতা। বিষয়টি নিয়ে কি কোনো আপত্তি নেই অভিনেতার?

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন তিনি। সাক্ষাৎকারে অজয় বলেছেন, ‘ঠিক আছে। কোনো অসুবিধা নেই। আমার কিছু যায় আসে না’। 

দীর্ঘদিন ধরে এই পানমশলার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত অজয়। বেশ কয়েক বার শাহরুখ খান ও অক্ষয় কুমারও যোগ দিয়েছেন তার সঙ্গে। তবে একটা সময় পরে অক্ষয় এই পানমশলার ব্র্যান্ডের চুক্তি থেকে বেরিয়ে আসেন।

অক্ষয় একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি কোনো রকম নেশার দ্রব্য ব্যবহার করেন না। তার পরেই এই পানমশলার হয়ে বিজ্ঞাপন করায় সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। 

নেটিজেনদের কটাক্ষ করে বলেছিলেন, এই একই ব্র্যান্ড কিন্তু তামাকের হয়েও প্রচার করে! এই কটাক্ষ শুনেই চুক্তি ভেঙে বেরিয়ে এসেছিলেন অক্ষয় কুমার। তবে রয়ে গিয়েছেন অজয়। সম্প্রতি টাইগার শ্রফ এই ব্র্যান্ডে যোগ দিয়েছেন।

দীপাবলিতে মুক্তি পেয়েছে রোহিত শেট্টির পরিচালনায় ‘সিংহম আগেন’। বক্স অফিসে এই ছবি ইতিমধ্যেই ২০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। রামায়ণের প্রেক্ষাপটে তৈরি এই পুলিশ-ব্রহ্মাণ্ড ছবি। ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন করিনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, অর্জুন কপূর, টাইগার শ্রফ, শ্বেতা তিওয়ারি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম