Logo
Logo
×

বিনোদন

ওর উচ্চতাই আমি পেয়েছি, প্রিয়জনকে হারিয়ে শোকাচ্ছন্ন কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পিএম

ওর উচ্চতাই আমি পেয়েছি, প্রিয়জনকে হারিয়ে শোকাচ্ছন্ন কঙ্গনা

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের পরিবারে অঘটন। দিদিমাকে হারালেন অভিনেত্রী। গত শুক্রবার প্রয়াত হন কঙ্গনার দিদিমা। এরপর থেকে শোকাচ্ছন্ন সংসদ সদস্য ও অভিনেত্রী। সামাজিক মাধ্যমে পোস্ট করেই এ খবর প্রকাশ্যে এনেছেন তিনি।

দিদিমার সঙ্গে একটি পুরোনো ছবিও শেয়ার করে নেন কঙ্গনা রানাউত। সেই ছবিতে দেখা যাচ্ছে, হেসে লুটিয়ে পড়ছেন কঙ্গনা ও তার দিদিমা। বোঝাই যায়, এক টুকরো সুখের স্মৃতি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— গতরাতে আমার দিদিমা ইন্দ্রানী ঠাকুর প্রয়াত হয়েছেন। গোটা পরিবার শোকাচ্ছন্ন। দয়া করে প্রার্থনা করবেন।

আরও একটি পোস্টে কঙ্গনা লিখেছেন— কয়েক দিন আগেই দিদিমা ওর ঘর পরিষ্কার করছিলেন। কিন্তু তার পরই দিদিমার ব্রেন স্ট্রোক হয়। সেই থেকে তিনি শয্যাশায়ী। তিনি বলেন, দিদিমাকে এ অবস্থায় দেখা আমার জন্য খুবই যন্ত্রণাদায়ক ছিল। অসাধারণ জীবনযাপন করতেন তিনি। আমাদের সবার অনুপ্রেরণা ছিলেন দিদিমা। আমাদের সত্তায় সবসময়ে তিনি থাকবেন। আমাদের উপস্থিতিতেই ওকে সব সময়ে স্মরণ করব।

আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, শয্যাশায়ী দিদিমার পাশে বসে রয়েছেন কঙ্গনা। অভিনেত্রী লিখেছেন— অসাধারণ নারী ছিলেন আমার দিদিমা। পাঁচ সন্তান ছিল তার। সীমিত অর্থনৈতিক ক্ষমতা সত্ত্বেও সবাইকে যাতে ভালো করে পড়াশোনা শেখাতে পারেন, সেদিকে খেয়াল রেখেছিলেন। বিবাহিত মেয়েদের ক্যারিয়ার ও কাজের দিকেও নজর ছিল তার। নিজের সন্তানদের নিয়ে খুব গর্বিত ছিলেন তিনি। কঙ্গনা বলেন,  ওর উচ্চতা ছিল ৫ ফুট ৮ ইঞ্চি। পাহাড়ি নারীদের এমন উচ্চতা হয় না। আমি ওরই উচ্চতা পেয়েছি। ওর মতোই সুস্বাস্থ্যের অধিকারী হয়েছি। ১০০ বছরেরও বেশি বয়স হওয়ার পরও নিজের সব কাজ করতেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম