ছবি: সংগৃহীত
বিখ্যাত ব্রিটিশ গায়ক ও ওয়ান ডিরেকশন এর সাবেক শিল্পী লিয়াম পেইনের রহস্যজনক মৃত্যুতে তিন সন্দেহভাজনকে আটক করেছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এই তিনজনকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গত ১৬ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের একটি হোটেলের চতুর্থ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যুবরণ করেন ৩১ বছর বয়সি বিশ্ববিখ্যাত এই শিল্পী। যা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। কীভাবে বারান্দা থেকে পড়ে গেলেন এই গায়ক। না এর পেছনে জড়িয়ে আছে অন্য কোনো কারণ তা জানতে তদন্তে নামে দেশটির পুলিশ।
এ ব্যাপারে বৃহস্পতিবার আর্জেন্টিনার রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এই ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, একজন মাদক ব্যবসায়ী, হোটেলটির এক কর্মী এবং লিয়ামের ঘনিষ্ঠ এক ব্যক্তি। আটক হওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
প্রসিকিউটর আন্দ্রেস মাদ্রেয়া জানান, আটক হওয়া হোটলকর্মী এবং মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লিয়াম পেইনকে হোটেলে থাকাকালীন কোকেইন সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। তাছাড়া আটক হওয়া অন্য ব্যক্তির বিরুদ্ধে ‘মৃত্যুর পর কোনো ব্যক্তিকে ফেলে যাওয়ার (ব্যবস্থা না নিয়ে) অভিযোগ আনা হয়েছে। লিয়াম পেইনের সাথে হোটলে যাতায়াত করতেন ওই ব্যক্তি।
জানা গেছে, মৃত্যুর আগে হোটেলকর্মীরা জরুরি নাম্বারে ফোন দিয়েছিলেন লিয়াম। যা নিয়ে হোটেলকর্মীরা জরুরি দপ্তরকে জানায়, উন্মত্তের মতো আচরণ করছেন লিয়াম। তার শরীরে মাদকের প্রভাব থাকতে পারে বলেও জানিয়েছিলেন হোটেলকর্মীরা। যদিও ময়নাতদন্তের পর তার শরীরে কোকেইন এবং অ্যালকোহলের চিহ্ন পায়নি তদন্তকারীরা।