Logo
Logo
×

বিনোদন

ফাহিম-মাঞ্জিয়ার ঘরে এলো নতুন অতিথি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

ফাহিম-মাঞ্জিয়ার ঘরে এলো নতুন অতিথি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী ব্যক্তিজীবনে মাঞ্জিয়ার সঙ্গে ভালোবাসার সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক বিয়েবন্ধনে পূর্ণতা পায়। এবার সেই পূর্ণতার অনুভূতি হিসেবে এলো কন্যাসন্তান।

প্রথমবারের মতো সন্তানের বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন এ তরুণ প্রজন্মের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন ফাহিম চৌধুরী। 

এতে তিনি লিখেছেন— আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহতায়ালা আমাকে একটি জান্নাত দিয়েছেন। আল্লাহতায়ালার কাছে অশেষ শুকরিয়া। সবাই আমার মেয়ে ও তার মা মাঞ্জিয়ার জন্য দোয়া করবেন।

তার কন্যাসন্তানের বাবা হওয়ার এ খবর প্রকাশ হতেই শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে নানা বার্তায় ভরিয়ে দিচ্ছেন নবজাতককে। একই সঙ্গে দোয়ার বার্তাও রেখেছেন কেউ কেউ।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ফাহিম ও তার সদ্য জন্ম নেওয়া কন্যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ফাহিমের স্ত্রী মাঞ্জিয়া। একমাত্র মেয়েকে কোলে নিয়ে বেশ উচ্ছ্বসিত বাবা ফাহিম। সন্তানকে কোলে নিয়ে আবেগে আপ্লুত এবং চোখে আনন্দঅশ্রুও দেখা গেছে তার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম