Logo
Logo
×

বিনোদন

ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন মীর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:২৪ পিএম

ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিলেন মীর

ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হয়ে হোয়াইট হাউস ছেড়েছিলেন। এবার চার বছর পর বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে আবার সেই কার্যালয়ে প্রেসিডেন্ট হিসেবে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। কোটি কোটি আমেরিকান ভোট দিয়ে দ্বিতীয় দফায় তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন।

ট্রাম্পের এবারের নির্বাচনি প্রচারণার পর্বকে ইতিহাসের অংশ বললে কম বলা হবে না। প্রচারের সময় ট্রাম্পকে দুই দফা হত্যাচেষ্টা করা হয়। তার মূল প্রতিদ্বন্দ্বী জো বাইডেন নির্বাচনের কয়েক মাস আগে নিজেকে সরিয়ে নেন। এরপর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রার্থী হন।

সারাবিশ্বে আমেরিকার নির্বাচনের ফল কেন্দ্র করে কম আলোচনা-সমালোচনা হয়নি। এবারে ট্রাম্পের জয়ে বেশ মেতে উঠতে দেখা গেছে ভারতের বিভিন্ন অঙ্গনে। বিশেষ করে বিনোদন জগতের থেকেও গেছে নবনির্বাচিত প্রেসিডেন্টের জন্য শুভবার্তা। অভিনন্দন জানিয়েছেন ওপার বাংলার অভিনেতা ও কণ্ঠশিল্পী মীর আফসার আলী ওরফে মীরাক্কেল। তবে কিছুটা রসিকতাও করেছেন তিনি। এর নেপথ্যে ছিল এক বিশেষ কারণ।

২০২০ সালের নির্বাচনের আগে ভারত সফর করেন ডোনাল্ড ট্রাম্প। তখন তার আপ্যায়নে কোনো কমতি রাখেনি মোদি সরকার। সেই সফরে ঘটে যাওয়া কিছু ঘটনাই স্মৃতিচারণ করলেন মীরাক্কেল। ট্রাম্পকে তখন বিশেষভাবে সংবর্ধনা দেয় ভারত। এরপর ভারতবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন ট্রাম্প। তখনই স্বামী বিবেকানন্দের নাম উচ্চারণ করতে গিয়ে জিভ ফসকে বলে ফেলেন ‘বিবেকামুন্নন’। এ নিয়ে হাসাহাসিও হয়েছিল যথেষ্ট।

এবার সেই স্মৃতিই উসকে দিলেন মীরাক্কেলখ্যাত মীর। ফের ভারতে নামের ভুল উচ্চারণ করলে রাগ করবেন বলেও খোঁচা দেন তিনি। রসিকতা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে মীর লিখেছেন— জিতেছেন ভালো কথা। কিন্তু ফের ভারতে এসে বিবেকামুন্নন বললে রাগ করব।

মীরের এই পোস্টে হাসির রোল পড়ে যায় নেটিজেনদের মাঝে। তবে শুধু স্বামী বিবেকানন্দের নাম নয়; বেদ ও শচীন টেন্ডুলকারের নামও ভুল উচ্চারণ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম