Logo
Logo
×

বিনোদন

আজ মালয়েশিয়ায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবেন শাকিব খান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম

আজ মালয়েশিয়ায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবেন শাকিব খান

আজ প্রবাসে বসবাসরত বাঙালি রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসছে এ আসর। প্রবাসী বাঙালিদের আড়ালে থাকা কাজগুলো সামনে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন ঢালিউডের কিং শাকিব খান।

শাকিব খান ছাড়াও থাকবেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াংকা জামান, মিম চৌধুরী, সংগীতশিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান।

এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। এর আগে প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি।

এ অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেই সঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এ ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে।

এ বিষয়ে শাকিব খান বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে যারা দেশ গড়ছেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করছেন, তাদের সম্মানিত করতে ৮ ডিসেম্বর আমি আসছি ইনসিয়া রেমিট্যান্স ফেয়ার ও রিয়েল হিরো অ্যাওয়ার্ড সিজন থ্রিতে।

আয়োজক অনুষ্ঠানের কর্তারা বলেছেন, মালয়েশিয়ার রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে এই প্রথম এত বড় আয়োজন, রেমিট্যান্স ফেয়ার এবং রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’। যারা রেমিট্যান্স পাঠিয়ে প্রমাণসহ রেজিস্ট্রেশন করবেন, তারাই ওই অনুষ্ঠানে ফ্রি এন্ট্রি পাবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম