Logo
Logo
×

বিনোদন

কমলা হ্যারিসের হারের কারণ জানালেন কঙ্গনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

কমলা হ্যারিসের হারের কারণ জানালেন কঙ্গনা

ছবি: সংগৃহীত

পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলো দখল করে কমলা হ্যারিসকে হারিয়ে ঐতিহাসিক জয় ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে ফের ট্রাম্পের অবতারণা। এখন শুধু ৪৭তম প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথ নেওয়া সময়ের অপেক্ষা। 

মঙ্গলবার রাতে ভোটের ফলাফল আসতে শুরু করায় বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত, যিনি ইন্টারনেটে ‘সেরা মিম’ শেয়ার করেন। ইলন মাস্কের সঙ্গে গেরুয়া বসনে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের একটি AI দ্বারা তৈরি ছবি শেয়ার করে নেন বলিউডের কুইন। 

কঙ্গনা তার এক্স হ্যান্ডেলে মিমটি শেয়ার করে লেখেন, আজ ইন্টারনেটের সেরা মিম। অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প।’

এদিকে চলতি বছরের শুরুর দিকে পেনসিলভেনিয়ার এক সমাবেশে ট্রাম্পকে হত্যা চেষ্টা করা হয়। সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন অভিনেত্রী। কঙ্গনা লেখেন, আমি এই সময় আমেরিকা থাকলে ট্রাম্পকেই ভোট দিতাম। গুলি লাগার পর উঠে দাঁড়িয়ে ভাষণ শেষ করেছেন যে ভাবে, এক কথায় ‘টোটাল কিলার’।

অপরদিকে কমলা হ্যারিস এবং তার প্রচারে সেলিব্রিটিদের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন তিনি। তিনি লেখেন, আপনি কি জানেন যে এই ক্লাউনরা যখন তাকে সমর্থন করেছিল তখন কমলার রেটিং মারাত্মকভাবে হ্রাস পেয়েছিল, লোকেরা ভেবেছিল যে তিনি এই জাতীয় লোকদের সঙ্গে ঘুরে বেড়ানোর জন্যই তুচ্ছ, চঞ্চল এবং অবিশ্বস্ত’।

ডোনাল্ড ট্রাম্পের কাছে কমলা হ্যারিসের পরাজয়ের প্রতিক্রিয়া জানান অমিতাভ বচ্চনও । হিন্দিতে তিনি লেখেন, ‘হেরে গেলে কী হবে? আমরা জয়ের জন্য আমাদের লক্ষ্য নির্ধারণ করেছি! আমরা যদি জিততে থাকতাম তাহলে কীভাবে আমরা আমাদের লক্ষ্য স্থির করতে পারতাম!

কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী টুইটে লিখেছেন, ভারতীয় প্রেক্ষাপটে আমি ডানপন্থী, কিন্তু যারা গর্ভপাতের অধিকারের বিরোধিতা করে এবং বন্দুককে সমর্থন করে তাদের আমি কখনই সমর্থন করতে পারি না। বাকি সব ঠিকঠাক আছে’। 

ঘটনাপ্রবাহ: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম