ইয়াশ ও তটিনীর জন্য গাইলেন সংগীত পরিচালক শাহরিয়ার মার্সেল ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। এই গানের প্রতি নিজের ভালোলাগার কথা জানালেন সংগীত পরিচালক মার্সেল।
তিনি বলেন, এ নাটকের সুবাদেই অনেক দিন পর প্রিয় শিল্পী ন্যানসির সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার সুযোগ হলো। তার গায়কী নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। তাই ন্যানসিকে সহশিল্পী হিসেবে পাওয়া সবসময়ই অন্যরকম আনন্দের।
তরিক তুহিনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন মার্সেল নিজেই।
নতুন নাটকে হাজির হচ্ছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ‘ভালোবাসায় আদরে’ ও ‘তাহার নামটি মায়া’ দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন এই জুটি। এরই ধারাবাহিকতায় এই জুটি হাজির হচ্ছেন ‘কি মায়ায় জড়ালে’ নামে নতুন নাটকে।
এদিকে নাটক ও ওয়েব সিরিজের পাশাপাশি বিভিন্ন শিল্পীর একক ও দ্বৈতগানের সংগীতায়োজন নিয়ে ব্যস্ত শাহরিয়ার মার্সেল। যার কিছু গানে নিজেও কণ্ঠ দিয়েছেন।
অন্যদিকে বিরতি ভেঙে প্লেব্যাকের পাশাপাশি নানা ধরনের গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন ন্যানসি। শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে শাহরিয়ার রাফাত ও রেহান রসুলের দুটি আলাদা ভার্সনে রেকর্ড করা দ্বৈত গান ‘ধরিনি কারও হাত’। দেবাশীষ ঘোষের কথা ও সুরে এ গানের সংগীতায়োজন করেছেন শিল্পী শাহরিয়ার রাফাত নিজে।