Logo
Logo
×

বিনোদন

নতুন ওয়েব সিরিজে শবনম ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম

নতুন ওয়েব সিরিজে শবনম ফারিয়া

শবনম ফারিয়া

অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। বর্তমানে নাটকে তার উপস্থিতি একেবারেই কম। সম্প্রতি কমেডি ধাঁচের একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি নতুন একটি ওয়েবের কাজও হাতে নিয়েছেন শবনম ফারিয়া। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘দুর্দান্ত একটি গল্প হাতে পেয়েছি। এটা ওয়েব সিরিজ। আগামী ডিসেম্বরে শুটিংয়ে যাব। নির্মাতার পক্ষ থেকে এ প্রসঙ্গে বেশি কিছু বলা নিষেধ, তাই বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি, দেরিতে হলেও আমার দারুণ একটা কাজ আসছে।’

নাটকে অভিনয় কমিয়ে দেওয়ার পেছনের কারণ জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘অনেকদিন ধরেই নাটকে কাজ করছি না। সত্যি কথা বলতে, আমার কাছে যে গল্প বা স্ক্রিপ্ট আসছে, সেগুলো ভালো লাগে না। আমি মনে করি ওই কাজটা করা উচিত, যেটা আমি টিভিতে দেখব।’

তিনি আরও বলেন, ‘এখন হুটহাট করে কাজে নেমে যেতে ইচ্ছে করে না। স্ক্রিণে থাকা লাগবে বলে কাজ করতে হবে, এমনটা মনে হয় না। এখন মনে হয়, ভালো কিছু না হলে কাজ না করাই ভালো।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম