টালিউডে সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ভক্ত-অনুরাগীরা দ্বিধাবিভক্ত আছেন। একদলের দাবি— এ সংগীত শিল্পী অনেক বছর পর বাংলা ছবির গানে আবার সুর দিলেন। আরেক দলের দাবি— তিনি অনেক বছর পর রাজ চক্রবর্তীর ছবির গানে সুর দিলেন।
রাজ চক্রবর্তীর সঙ্গে সংগীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের বন্ধুত্ব বহুদিনের। দীর্ঘ ১০ বছর পর আবারও বন্ধুর ছবিতে সুর দিলেন জিৎ। সদ্য মুক্তি পেয়েছে রাজের শীতের ছবি ‘সন্তান’-এর গান। সেখানেই সুরকার হিসেবে জিতের নাম জ্বলজ্বল করছে। এবং তার পরেই তাকে নিয়ে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মাঝে।
আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ছায়াছবিতে আমার এখন পর্যন্ত শেষ সুর ‘আবার বিবাহ অভিযান’। ছবিটি মুক্তি পেয়েছিল গত বছর। তার পর ছবির দুনিয়া থেকে একটু দূরে ছিলাম— নিজস্ব গান নিয়ে, বিজ্ঞাপনী ছবির জন্য গান তৈরির ব্যস্ততার কারণেও। কেউ সেটিকেই হয়তো ‘অনেক দিন’ বলে মনে করছেন। সাল, তারিখ মেলালে আমার দূরত্বের মেয়াদ মাত্র এক বছর।
উল্লেখ্য, জিতের পূজার মিউজিক ভিডিও মাত্র এক মাসে ১০ লাখ দর্শক দেখে ফেলেছেন। তিনি আরও জানিয়েছেন, রাজ চক্রবর্তীর ছবিতে বরং অনেক বছর পর সুর দিলেন। অতীত হাতড়ে সুরকার-শিল্পীর দাবি— সম্ভবত ১০ বছর পর আবারও গাঁটছড়া তাদের।
বন্ধুর ছবিতে গান মানেই বিশেষ কিছু। সে কথা মাথায় রেখে ‘সন্তান’-এর হাত ধরে বাংলায় প্রথম গাইতে চলেছেন বিশাল মিশ্র। জিৎ বলেন, গুণী ছেলে। ভালো সুর দেয়, গায় ভালো। আমার সুরে এই প্রথম বাংলা গান গেয়েছে। মন বলছে, দর্শক-শ্রোতাদের ওর কণ্ঠ ভালো লাগবে। ছবিতে তিনটি গান। বিশাল ছাড়াও কণ্ঠ দিয়েছেন অমিত কুমার, অভিজিৎ ভট্টাচার্য। সুরকার জানিয়েছেন, ছবিতে বিয়োগান্তক একটি দৃশ্যে নেপথ্যে বিশালের গান ব্যবহৃত হবে।