Logo
Logo
×

বিনোদন

কপিলের শোয়ে রবীন্দ্রনাথকে নিয়ে ঠাট্টা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম

কপিলের শোয়ে রবীন্দ্রনাথকে নিয়ে ঠাট্টা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভারতের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে রবীন্দ্রনাথ ও তার গানকে অসম্মান, ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি করায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন কবি ও পরিচালক শ্রীজাত। 

তার অভিযোগ, কপিলের একটি শো-তে অভিনেত্রী কাজল এসেছিলেন। তিনি বঙ্গসন্তান। তাকে সামনে পেয়ে শো-এর অন্যতম কৌতুক অভিনেতা ক্রুষ্ণা অভিষেক কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেছেন। 

শ্রীজাত লিখেছেন, সম্ভবত কাজলকে বাঙালি বংশোদ্ভূত হিসেবে পেয়েই রবীন্দ্রনাথের একটি গানকে মশকরার সরঞ্জাম হিসেবে বেছে নেন তিনি। হঠাৎ তো বেছে নেননি, সে ভাবেই চিত্রনাট্য সাজানো ছিল। ঠিক কী হয়েছে, কেমন ভাবে হয়েছে, এখানে বিস্তারিত বলছি না। কিন্তু, ‘একলা চলো রে’ গানটি নিয়ে কৃষ্ণ (ক্রুষ্ণা) অভিষেক যে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি ও কথাবার্তার উদ্রেক করেছেন, তা সম্মান ও শালীনতার মাত্রা ছাড়িয়ে বহু দূর চলে গেছে, অন্তত আমার চোখে। 

শ্রীজাতের ওই পোস্টটিকে শেয়ার করে পরিচালক-সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সবটাই অশিক্ষা।

কপিল শর্মার কৌতুক অনুষ্ঠানে বলিউডের তারকারা বিভিন্ন সময়ে আসেন। কখনও তাদের ছবির প্রচারে। কখনও নিছক বিনোদনের খাতিরে। তাদের সঙ্গে নানা ধরনের মশকরা, রঙ্গব্যঙ্গে মাতেন কপিল স্বয়ং এবং তার দলের অন্তর্ভুক্ত বাকি সদস্যেরাও। 

এ দিকে শ্রীজাত কপিল শর্মা শো-এর সঙ্গে জড়িত চ্যানেল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেছেন। তার লেখনীতে, সংশ্লিষ্ট বিষয়ের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবীর সঙ্গে পরামর্শ করেই এই পোস্ট লিখছি, এটাও জানিয়ে গেলাম। আজ থেকে এক সপ্তাহ, অর্থাৎ ৭ নভেম্বর, ২০২৪-এর মধ্যে আমার দাবিগুলি গৃহীত, বিবেচিত এবং পূর্ণ না-হলে আমি আইনের পথে হাঁটব।

প্রসঙ্গত, শ্রীজাতের এই পোস্টটি শেয়ার করে নিয়ে ইতিমধ্যেই প্রতিবাদে শামিল কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, সুমন ঘোষ, ইমন চক্রবর্তী-সহ মোট ২১ জন বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম