Logo
Logo
×

বিনোদন

ফের আলোচনায় কোরীয় নির্মাতা ইয়ান সাং, নেপথ্যে যে সিনেমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পিএম

ফের আলোচনায় কোরীয় নির্মাতা ইয়ান সাং, নেপথ্যে যে সিনেমা

ছবি: সংগৃহীত

কোরিয়ান বিনোদন জগতে ৪৫ বছর বয়সি নির্মাতা ইয়ান সাং হো চিত্রনাট্যকার হিসেবে বেশ সুনাম অর্জন করেছেন। চিত্রনাট্যকারের পাশাপাশি তিনি পরিচালক হিসেবেও বেশ পরিচিতি পান। সুপারহিট সিনেমা ‘ট্রেন টু বুসান’ নির্মাণ করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন নির্মাতা ইয়ান সাং হো। কোরীয় সিনেমার জগতে নিয়মিত দর্শকের বাইরে সাধারণ দর্শকদের মধ্যেও ছবিটি প্রশংসা কুড়িয়েছে।

 ‘ট্রেন টু বুসান’ ছাড়াও ছবিটির সিক্যুয়েল ‘পেনিনসুলা’ নির্মাণ করেছেন এ পরিচালক। এর বাইরে অ্যানিমেটেড সিনেমা ‘সিউল স্টেশন’, ‘দ্য ফেক’ও  নির্মাণ করেও আলোচনায় আসেন তিনি।

বাংলাদেশি দর্শকদের মধ্যেও হরর সিনেমা‘ট্রেন টু বুসান’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার ‘কলোনি’ নামে জম্বি সিনেমা নির্মাণ করছেন নির্মাতা ইয়ান সাং হো। কোরীয় সংবাদমাধ্যম সুম্পি জানিয়েছে, আগামী বছরের শুরুতেই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এতে জুন জি হিয়ুন, কু কিয়ো হোয়ান, শিন হিয়ুন বিন, জি চ্যাং উক ছাড়াও আরও অনেকের অভিনয়ের কথা রয়েছে।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম