Logo
Logo
×

বিনোদন

আকাশছোঁয়া দামে ১০ ফ্ল্যাট কিনলেন অভিষেক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ১২:০৬ পিএম

আকাশছোঁয়া দামে ১০ ফ্ল্যাট কিনলেন অভিষেক

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর কাটাছেঁড়া চলছে। জানা গেছে, তারা নাকি একে ওপরকে ডিভোর্স অবধি দিয়ে দিয়েছেন। যদিও নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে কোনো কথা বলেননি অভিষেক ও ঐশ্বরিয়া। কিন্তু তাদের নিয়ে চুপ নেই নেটিজেনরা, একের পর এক সমালোচনা করেই চলেছেন। এমন পরিস্থিতিতে অভিনেতা অভিষেক বচ্চন আকাশছোঁয়া দামে ১০টি ফ্ল্যাট কিনলেন। একটি বহুতল ভবনে মোট দশটি ফ্ল্যাট মিলিয়ে তৈরি অভিষেকের নতুন ঠিকানা। কয়েকটি ফ্ল্যাট তিন কামরার। কয়েকটি চার কামরার রয়েছে।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে চিড় ধরেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে বিস্তর কাটাছেঁড়া। তাদের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে তৃতীয় ব্যক্তির কারণে। তবে এখনো এ নিয়ে মন্তব্য করেননি তারা দুজনেই। এই বিচ্ছেদ জল্পনার মধ্যেই বচ্চন পরিবারে সুখবর। মুম্বাইয়ের মুলুন্ড এলাকায় নতুন বাসস্থান কিনলেন অভিষেক। বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে জোট বেঁধে এই নতুন সম্পত্তি কিনেছেন তিনি।

একটি বহুতল ভবনে দশটি ফ্ল্যাট মিলিয়ে তৈরি অভিষেকের নতুন ঠিকানা। কয়েকটি ফ্ল্যাট তিন কামরার। কয়েকটি চার কামরার রয়েছে। সব মিলিয়ে মোট ১০,২১৬ বর্গফুটের বাড়ি। এই দশটি ফ্ল্যাটের মধ্যে আটটি ফ্ল্যাট আয়তনে ১০৪৯ বর্গফুট করে। বাকি দুটির মাপ ৯১২ বর্গফুট। এ ছাড়া এই বহুতল ভবনে রয়েছে উন্নতমানের নানা ধরনের সুবিধা। মোট ২৪.৯৫ কোটি টাকা খরচ করে এই বাসস্থান কিনেছেন বাবা ও ছেলে।

দশটি ফ্ল্যাটের মধ্যে অভিষেক ছয়টি ফ্ল্যাট কিনেছেন ১৪.৭৭ কোটি টাকা দিয়ে। বাকি চারটি কিনেছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। মুম্বাইয়ে এই মুলুন্ড খুবই বিলাসবহুল এলাকা। বহুতল নির্মাণের বাজারে এ এলাকার চাহিদাও থাকে তুঙ্গে।

চলতি বছর আরও বেশ কয়েকটি বাসস্থান কিনেছেন অমিতাভ ও অভিষেক। গত কয়েক দিনে বহুতল ভবন কিনে বিনিয়োগ করেছেন একাধিক তারকা। অভিষেকও কয়েক মাস আগেই জলসার পাশেই আরও একটি ফ্ল্যাট কিনেছেন। চলতি বছরে বাড়ি কেনার পিছনে ১০০ কোটি রুপি খরচ করেছেন বাবা ও ছেলে।

এদিকে অভিষেকের নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর টিজার মুক্তি পেয়েছে। এতে অভিষেককে দেখা যাচ্ছে ভিন্ন স্টাইলে। এ ছবিটি পরিচালনা করেছেন ‘পিকু’, ‘সর্দার উধম’খ্যাত পরিচালক সুজিত সরকার। আগামী ২২ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এ ছবি।

পরিচালক সুজিত সরকার তার প্রতিটি ছবিতে সামাজিক বার্তা দেওয়ার জন্য পরিচিত। তার সিনেমাগুলো আবেগে ভরপুর হয়। ‘আই ওয়ান্ট টু টক'-এর টিজার দেখেও একই রকম মনে হয়েছে। টিজারে দেখা যাচ্ছে— একটি গাড়ির ড্যাশবোর্ডে অভিষেক বচ্চনের মুখ আঁকা শোপিস দেখা যাচ্ছে।

টিজারের ভয়েস ওভারে অভিষেককে বলতে শোনা যাচ্ছে—আমি শুধু কথা বলতে পছন্দ করি না, আমি কথা বলতেই বাঁচি। বেঁচে থাকা এবং মারা যাওয়ার মধ্যে আমি এই একমাত্র মৌলিক পার্থক্য দেখতে পাই। জীবিত মানুষ কথা বলতে পারে। কিন্তু মৃতরা কথা বলতে পারে না।

আই ওয়ান্ট টু টক ছবির টিজার অভিষেক তার এক্স-হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন— আমরা সবাই জানি যে একজন ব্যক্তি যিনি কথা বলতে বেঁচে থাকেন। এখানেও এমন একজন ব্যক্তির গল্প রয়েছে, যিনি সর্বদা জীবনের উজ্জ্বল দিকে তাকান, জীবন তার দিকে যাই ঘটুক না কেন! ট্যাগ করুন যে ব্যক্তিকে আপনি চেনেন যিনি কথা বলতে থাকেন।  

অভিনেতার শেয়ার করা টিজারে অনেক ভক্ত মন্তব্য করেছেন। একজন লিখেছেন— যদি কথা বলতে চান, তাহলে ঐশ্বরিয়ার সঙ্গে গিয়ে কথা বলুন। আরেকজন লিখেছেন—এটি হবে আপনার এখন পর্যন্ত সেরা ছবি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম