Logo
Logo
×

বিনোদন

পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিব-মিমির ‘তুফান’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ পিএম

পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাকিব-মিমির ‘তুফান’

ছবি: সংগৃহীত

সারাবিশ্বে তুফানভালোই তাণ্ডব চালিয়ে আসছে। যদিও সেটি মাঝপথে থমকে গেছে জুলাই-আগস্ট বিপ্লবের কারণে। নতুন বাংলাদেশ জন্মের কারণে। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর শাকিব খান রায়হান রাফীর নতুন নতুন অনেক সিনেমার খবর প্রকাশ্যে এলেওতুফান রেশ যেন রয়ে গেল এখনো।

এরই সূত্র ধরে ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। যেখানে বাংলাদেশের সিনেমা মুক্তির খবর সচরাচর মেলে না। সংশ্লিষ্টরা জানালেন, ইতোমধ্যে শুরু হয়েছে ছবিটির উর্দু ভাষায় ডাবিং। বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। 

'তুফান' ছবিটি এর আগে বাংলাদেশের পাশাপাশি ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরও বেশ কয়েক দেশে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এরই ধারাবাহিকতায় আগামী নভেম্বর এটি পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে বলে জানান নির্মাতা রায়হান রাফী।

এ নির্মাতা বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টি আমাদের জন্য বেশ ইন্টারেস্টিং হবে বলে মনে হচ্ছে।

এদিকে পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, এরই মধ্যেতুফানপাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। দেশটিতে এটি আমদানি করছে এভারেডি পিকচার্স।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্র জানিয়েছে, ঈদুল আজহায় মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি ৫৬ কোটি টাকার ব্যবসা করেছে, যা এখন পর্যন্ত ঢালিউডে সর্বোচ্চ ব্যবসার রেকর্ড। এর আগে শাকিবেরপ্রিয়তমা৪২ কোটি টাকার ব্যবসা করেছিল।

এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন নাবিলা, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু প্রমুখ। সম্প্রতি সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম চরকি হইচইতেও উন্মুক্ত হয়েছে।

জানা গেছে, এর আগে গত এপ্রিলে জাজ মাল্টিমিডিয়ারমোনা: জ্বীন সিনেমা দিয়ে পাকিস্তানের হলে বাংলা সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম