Logo
Logo
×

বিনোদন

‘আমি ভীতু, আসিফ সাহসী’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পিএম

‘আমি ভীতু, আসিফ সাহসী’

শাহরিয়ার নাজিম জয় ও আসিফ আকবর/সংগৃহীত

শেখ হাসিনাকে প্লটের জন্য চিঠি লিখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনে শুরু থেকেই সমর্থন জুগিয়ে গেছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আসিফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, জুলাইয়ের আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানাতে নিজের ছেলেকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছিলেন এই গায়ক।

গত ৩ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে যখন উত্তাল দেশ, তখন আন্দোলনে অংশ নিয়ে ছেলেকে সামনে এগিয়ে দিয়ে আসিফ বলেন,  এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি—‘স্বৈরশাসকের পদত্যাগ চাই’।

গত ১৮ অক্টোবর আসিফের সেই জ্বালাময়ী বক্তব্যের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘আমি ভীতু, আসিফ ভাই সাহসী। এ জন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম