Logo
Logo
×

বিনোদন

অন্তর্বর্তী সরকারের কাছে অভিনেত্রীর চাওয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:৩৬ পিএম

অন্তর্বর্তী সরকারের কাছে অভিনেত্রীর চাওয়া

আওয়ামী লীগ সরকারের শাসনামলে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণী বয়সের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রতিনিয়ত কটাক্ষের শিকার হচ্ছেন এই তারকা। যদিও বৈষম্যবিরোধী বিপ্লবের সময় তিনি দেশেই ছিলেন না। ১০ জুলাই শো করতে কানাডা গিয়েছিলেন। ১৭ আগস্ট দেশে ফিরে চাপের মধ্যে আছেন এই অভিনেত্রী। 

দেশে ফিরলেও তিন মাস হলো শুটিং সেটে যাওয়া হয়নি নুসরাত ফারিয়ার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিয়ার শুরুর পর এত দীর্ঘ সময় শুটিং সেটের বাইরে থাকিনি। দেশে যখনই কিছু হয় সবার আগে প্রতিক্রিয়াটা পড়ে বিনোদন অঙ্গনের ওপর। আমাদের মতো অভিনেতা-অভিনেত্রীদের কথা বাদই দিলাম; যারা লাইট, ক্যামেরা, প্রডাকশনে কাজ করেন কিংবা যারা দিন চুক্তিতে কাজ করেন তাদের কথা ভাবুন। তারা কেউ ভালো আছেন বলে মনে হয় না। বর্তমান সরকারের এদিকটায় নজর দেওয়া উচিত। সাধারণ শিল্পী-কলাকুশলীদের জন্য ভাতার ব্যবস্থা করলে অন্তত পরিবার নিয়ে তারা বেঁচে থাকতে পারবে।’

রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি রাজনীতির মানুষ নই। বিচক্ষণতার সঙ্গে তাই বলতেও পারব না। দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও যেন হারানো গৌরব ফিরে পায়, সেদিকে খেয়াল রাখবে বর্তমান সরকার।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম