আলিয়া-রণবীরের ‘লাভ অ্যান্ড ওয়ার’ কি অনিশ্চিত?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০০ পিএম
ছবি : সংগৃহীত
গত সোমবার আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে দেখা গেল সঞ্জয় লীলা বনশালির বাড়িতে। এ ঘটনার পর থেকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ এর কাজ এগোচ্ছে এমন আশায় বুক বাঁধেন ভক্তরা। এই ছবিটি কয়েক মাস আগে ঘোষণা করা হয়েছিল এবং প্রায় ১৮ বছর পর রণবীরকে বনশালির ছবিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছিল।
সিনেমাটিতে আলিয়া ও রণবীর ছাড়াও ভিকি কৌশলকেও দেখা যাবে। ফিল্মটির কাজ ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে শুরু হওয়ার কথা ছিল, তবে বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন বলছে, ছবিটির শুটিং শুরু হতে আরও দুই মাস বা তার বেশি দেরি হবে।
২০২৪ সালের সেপ্টেম্বরে এর শুটিং শুরুর কথা ছিল, কিন্তু মুম্বাইতে প্রচণ্ড বৃষ্টির কারণে সিনেমাটির সেট ক্ষতিগ্রস্ত হয়। এটাই ছিল দেরি হওয়ার অন্যতম বড় কারণ। ‘লাভ অ্যান্ড ওয়ার’ এখন নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে শুরু হতে পারে।
হিন্দুস্তান টাইমসকে ছবিটির প্রোডাকশন হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সেটটি নির্মাণ শুরু হওয়ার পরে, এই মাসের শুরুতে বৃষ্টির কারণে স্থগিত হয়েছিল। তবে বনশালি এই সময়কে চিত্রনাট্যকে আরও সাজাতে এবং ছবির সংগীতের কাজে আরও মনোনিবেশ করতে কাজে লাগান। চলচ্চিত্র নির্মাতা যার যার অভিনয়ের অংশগুলো আরও ভালোভাবে বোঝানোর জন্য বেশ কয়েকটি ওয়ার্কশপের পরিকল্পনা করছেন।
এরমধ্যে গুজব রটেছিল ‘লাভ অ্যান্ড ওয়ার’ রাজ কাপুরের ছবি ‘সঙ্গম’-এর রিমেক। তবে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে খোদ পরিচালক এই গুজবগুলোর বিষয়ে স্পষ্ট মন্তব্য করেন।
তিনি বলেছিলেন, তোমার শোলে বা মাদার ইন্ডিয়ার রিমেক করা উচিত নয়। তাহলে আমি সঙ্গম কেন রিমেক করব। তিনি আরও বলেন, এটি আমার জন্য একটি কঠিন ছবি, তাই আমি সতর্কতা অবলম্বন করছি। আমি আমার অভিনেতাদের, নিজেকে বা দর্শকদের সহজভাবে নেব না।