ছবি : সংগৃহীত
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে পরিবারের কথা কখনই ভক্ত-অনুরাগীদের মাঝে সেভাবে শেয়ার করতে দেখা যায়নি। তার বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন বিখ্যাত কবি— এ তথ্য অনেকেরই অজানা নয়। তবে সম্প্রতি নিজের পরিবার নিয়ে মুখ খুলতে দেখা গেল এ শক্তিমান অভিনেতাকে।
এমন কিছু অজানা কথা যা আগে কোনো দিনই শেয়ার করতে দেখা যায়নি এ শাহেনশাহকে। একবার নয়, দুবার বিয়ে করেছিলেন হরিবংশ রাই বচ্চন। এটি অনেকেরই অজানা। তার দ্বিতীয় স্ত্রী তেজি বচ্চনের সন্তান অমিতাভ। কী হয়েছিল হরিবংশের প্রথম স্ত্রীর? কেন পরিণতি হয়েছিল মৃত্যু, তা আড়ালে-আবডালেই ছিল এতদিন?
আনন্দবাজারের প্রতিবেদন বলছে, হরিবংশ রাই বচ্চন প্রথম বিয়ে করেছিলেন শ্যামা বচ্চনকে। ১৯২৬ সালে ধুমধাম করে বিয়ে করেছিলেন তারা। সুখে ভরা বিবাহিত জীবন ছিল। সব কিছু ভালোই চলছিল। কিন্তু বিয়ের বেশ কিছু বছরের মধ্যেই আচমকাই টিবি অর্থাৎ যক্ষ্মায় আক্রান্ত হন তিনি। সেই সময় চিকিৎসাব্যবস্থা এতটাও উন্নত ছিল না।
হাজার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। অল্প কিছু দিনের মধ্যেই মারা যান শ্যামা। স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর পর ভেঙে পড়েন হরিবংশ। সেই প্রসঙ্গ টেনে এনেই অমিতাভ বলেন, ‘আমার বাবার প্রথম স্ত্রী মারা গেলেন। এর পরেই অদ্ভুত এক অবস্থার মধ্যে চলে যান তিনি। হতাশা ক্রমশ গ্রাস করতে থাকে তাকে। সেই সময় যে যে কবিতা তিনি লিখেছিলেন, সেগুলো বিষাদ মাখা।’
এমন পরিস্থিতিতে একটা সময় তেজি বচ্চনের সঙ্গে আলাপ হয় হরিবংশের। তেজির ভালোবাসায় ধরা দেন অমিতাভের বাবা। দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। বিয়ের এক বছরের মধ্যেই জন্ম হয় অমিতাভ বচ্চনের। জীবনের শেষ দিন পর্যন্ত মা-বাবার প্রতি দায়িত্ব পালন করেছেন অমিতাভ। বৃদ্ধ বয়সে মুম্বাইয়ে নিজের কাছে এনে রাখতেও দ্বিধাবোধ করেননি তিনি।