Logo
Logo
×

বিনোদন

বাবা সিদ্দিকীর প্রসংশা করে যা বললেন পূজা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৫ এএম

বাবা সিদ্দিকীর প্রসংশা করে যা বললেন পূজা

ছবি : সংগৃহীত

এবারেই প্রথম মুম্বাইয়ে নিজের দুর্গাপূজা পালন করছেন। প্রথম উদযাপনের এমন বিজয়া দশমী বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি তিনি। ফোনে মুখ দেখা যায় না। কিন্তু কণ্ঠস্বর বলে দিচ্ছিলবাবা সিদ্দিকীর মৃত্যুতে পূজা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর অবসন্ন। মন খারাপের রেশ তার কথায় ছায়া ফেলেছে। আনন্দবাজার অনলাইনের কাছে পূজা জানিয়েছেন, ভীষণ ভালো মানুষ ছিলেন, বড় মনের মানুষ ছিলেন তিনি। যাকে বলে একবারে দিলদরিয়া। একবার আলাপ হলেই তার ইফতার পার্টিতে ডাকতেন বলে জানালেন টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়।

বলিউডের বড় বড় তারকার সঙ্গে মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী তথা সাবেক কংগ্রেস নেতার সখ্য। সেই বন্ধুত্ব ঝালিয়ে নেওয়ার মাধ্যম ছিল তার ইফতার পার্টি। তারকারা শুটিং বাতিল করলেও কখনো তার উৎসব থেকে মুখ ফেরাতেন না বলে জানান পূজা। কোনো ভয়ে নয়, নিছক বন্ধুত্বের টানেই আমরা ওর উদযাপনে শামিল হতাম বলে জানান এ অভিনেত্রী।

রকম পোড়খাওয়া এক রাজনীতিবিদের শেষ পরিণতি কী মর্মান্তিক! দশেরার রাতে একের পর এক পটকা ফাটছে। সেই শব্দের সঙ্গে মিশে গেল ছয় রাউন্ড গুলির আওয়াজ। একজনকে খুন করতে চারজন আততায়ী। দুটো গুলিতে শেষ বাবা সিদ্দিকী। এই মর্মান্তিক পরিণতি দেখে কি বলিউড ভয় পাচ্ছে? আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল পূজার কাছে। অভিনেত্রীর কথায়, বলিউড একটুও ভয় পায়নি। আমরা প্রচণ্ড বিরক্ত! রেগে গেছি খুব। এটা কী হলো? এভাবে কেউ ফুরিয়ে যাবে কেন?

যে লরেন্স বিষ্ণোই সালমান খানকে অনেক বছর ধরে লাগাতার খুনের হুমকি দিচ্ছে, তারই দলের সদস্য বাবা সিদ্দিকীর খুনের দায় স্বীকার করেছে। রবিবার মুম্বাই পুলিশের তেমনই দাবি। সালমানের বাড়িতে নিরাপত্তা আরও জোরদার হয়েছে। পূজা বিষয়টিকে কীভাবে দেখছেন?

প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ তিনি। তার পর পূজা বললেন, এই প্রশ্নের কী জবাব দেবমহারাষ্ট্র প্রশাসনের কাছে আন্তরিক অনুরোধ, বাবা সিদ্দিকীর মতো করে আর কাউকে যেন এভাবে বেঘোরে প্রাণ হারাতে না হয়।

সালমান নাকি একমাত্র এই বঙ্গ নায়িকাকে তার ছবির নায়িকা হওয়ার জন্য একাধিকবার অনুরোধ জানিয়েছিলেন বলেও জানান এ অভিনেত্রী।

উল্লেখ্য, ভারতের সাবেক প্রতিমন্ত্রী এনসিপি নেতা বাবা সিদ্দিকী আততায়ীদের গুলিতে মারা গেছেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে গুলি করে তাকে হত্যা করা হয়। রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে বাবা সিদ্দিকীর ওপর গুলি চালায় দুষ্কৃতকারীরা। এ সময় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এ খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বলিউড ভাইজানখ্যাত সালমান খান, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি, জাহির ইকবালসহ বলিউডের আরও অনেক তারকা।

এদিকে হত্যার খবর শোনামাত্রই গভীর রাতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান সালমান। গুলিতে ঝাঁজরা নেতা। তাই নিরাপত্তা নিয়ে কি আতঙ্কে ভুগছেন বাবা সিদ্দিকী ঘনিষ্ঠ এ অভিনেতা? তিনটি গুলিতে ঝাঁজরা হয়ে গেছেন সাবেক কংগ্রেস নেতা বাবা সিদ্দিকী। নিরাপত্তার কারণে লীলাবতী হাসপাতালে যেতে নিষেধ করা হয়েছিল সালমানকে। কিন্তুভাইজানকি ভয় পাওয়ার পাত্র? তিনি খবর শোনার পরইবিগ বস ১৮’- শুটিং বন্ধ করে লীলাবতী হাসপাতালের পথে রওনা দেন

জানা গেছে, প্রতি বছর ইফতারে জমকালো পার্টি দিতেন বাবা সিদ্দিকী। সেখানে দেখা মিলত বলিউডের বড় বড় তারকাদের। কলকাতা থেকে উড়ে যেতেন অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী। এই পার্টিতেই নিহত নেতা বাবা সিদ্দিকী সালমান-শাহরুখ খানের মনোমালিন্য মিটিয়েছিলেন। সব ব্যস্ততা সরিয়ে সালমান সিদ্দিকীর দেওয়া ইফতার পার্টিতে যোগ দিতেন। তাই বাবা সিদ্দিকীর মৃত্যুর খবর পেয়ে তিনি বিচলিত হবেনএটাই স্বাভাবিক। সেই জায়গা থেকেই তিনি শোকের খবর শুনে রিয়্যালিটি শোর শুটিং মাঝপথে বন্ধ করে দেন।

উল্লেখ্য, এর আগে গত ১৪ এপ্রিল ভোরে বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালায় দুই বন্দুকবাজ। মুম্বাই পুলিশের পেশ করা চার্জশিটে বলা হয়েছেসালমান খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর কয়েক ঘণ্টা আগে ভিকি গুপ্তা সাগর পালের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

সালমান বিগত সময়ে একাধিকবার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীদের কাছ থেকে হুমকি পেয়েছেন। এবং যেখানে বলা হয়েছে যে, নিহত গায়ক সিধু মুসেওয়ালার মতো তারও একই পরিণতি হবে। সালমান যখন থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন, তখন থেকেই অভিনেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে সুরক্ষার জন্য চাপ দিচ্ছিলেন বাবা সিদ্দিকী।

গোটা ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে রীতেশ দেশমুখ বলেন, ‘ জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে

বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকী কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ হরিয়ানার দুজনকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রেই আরও জানা গেছে যে, বাবা সিদ্দিকীকে ১৫ দিন আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, যার পরে তার নিরাপত্তা ওয়াই ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম