সপ্তমীতে কী প্রার্থনা করলেন অন্তঃসত্ত্বা কোয়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১১:৩২ এএম
কোয়েল
হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। গতকাল ছিল সপ্তমীর দিন। এদিন পূজামণ্ডপগুলোতে ছিল দেবীভক্তদের উপচেপড়া ভিড়। আর এ উৎসব উপলক্ষ্যে দেবীপক্ষের প্রথম দিনেই আসন্ন মাতৃত্বের সুখবর প্রকাশ্যে আনেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সপ্তমীর সকালে তার ভক্ত-অনুরাগীদের পূজার শুভেচ্ছা জানালেন এ অভিনেত্রী।
এর আগে ৩ অক্টোবর দেবীপক্ষের প্রথম দিনেই দ্বিতীয়বার মা হতে চলার সুখবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন কোয়েল মল্লিক। তিনি সামাজিকমাধ্যমে লিখেছিলেন— পরিবার বড় হতে চলেছে। খুব শিগগির কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। এরপর থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি যে আগামী কয়েক মাস কাজ থেকে বিরতি নিতে পারেন, তা অনুমেয়। কিন্তু পূজার মধ্যে বিশ্রাম নিতে নারাজ এ অভিনেত্রী।
গতকাল সপ্তমীতে বাড়ির দুর্গামণ্ডপেই দেখা গেল কোয়েল মল্লিককে। ভক্ত-অনুরাগীদের উদ্দেশে শারদীয়ার বিশেষ শুভেচ্ছাবার্তাও দিলেন পর্দার মিতিন মাসি।
তবে পূজার দিনগুলো যে বাড়ির পূজার আয়োজনের ব্যস্ততার মধ্যেই কাটবে, গতকাল বৃহস্পতিবার অভিনেত্রীর পোস্ট করা ভিডিও থেকে তা স্পষ্ট। দুর্গামণ্ডপে বসেই অনুরাগীদের শারদীয়ার শুভেচ্ছা জানালেন তিনি।
সপ্তমীতে অভিনেত্রীর পরনে গোলাপি শিফন শাড়ি। হাতে সোনার বালা। কপালে টিপ ও হালকা রূপটান। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে কোয়েল মল্লিক বলেছেন— শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি সবাইকে। বড়দের আমার প্রণাম। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। পূজা দারুণ কাটুক। আনন্দে থাকুন, ভালো থাকুন। দারুণ ভূরিভোজ হোক, সঙ্গে ঠাকুর দেখা।
একই সঙ্গে প্রতিমার দিকে নির্দেশ করে এ অভিনেত্রী বলেন, মায়ের কাছে প্রার্থনা করি, যাতে সবার মনস্কামনা পূর্ণ হয়। ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখুন।
কোয়েলের শুভেচ্ছাবার্তায় আপ্লুত তার ভক্ত-অনুরাগীরা। একজন লিখেছেন— আপনারও পূজা ভালো কাটুক। আরেকজন লিখেছেন— কোয়েল বাংলা ইন্ডাস্ট্রির একমাত্র নারী সুপারস্টার। আরেক ভক্ত লিখেছেন— আপনিও খুব ভালো থাকুন। ঈশ্বর আপনার সন্তানদের ভালো রাখুন।
উল্লেখ্য, আরজি করকাণ্ডের আবহে চলতি বছরে ‘উৎসব’ থেকে দূরে থাকছেন মল্লিক পরিবারের সদস্যরা। তাই আগেই কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছিলেন— চলতি বছরে পূজার সময়ে মল্লিকবাড়ির দরজা সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। কিন্তু তাই বলে মায়ের আরাধনা বন্ধ থাকবে না।