পোস্টারে আমার ছবি থাকলে দর্শক ক্ষেপে যাবে: জয়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম
হাসিনার পতনের পর সম্প্রতি বেশ সমালোচনা তৈরি হয় হন শাহরিয়ার নাজিম জয়ের একটি প্লট বরাদ্দের আবেদন নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমেে আবেদন পত্রটি ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হলেও এর রেশ রয়ে গেছে বিনোদন জগতে।
কদিন আগেও অভিনয় ও উপস্থাপনায় ব্যস্ত সময় পার করতে হতো এই তারকাকে। সম্প্রতি একটি নতুন ওয়েবফিল্মে কাজ করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের ছবি ‘ত্রিভুজ’-এ অভিনয় করেছেন জয়। কাজটি করে ভীষণ খুশি তিনি। কিন্তু ছবির প্রচার-প্রচারণায়, পোস্টারে ততটা জায়গা তাকে দেওয়া হচ্ছে না, যতটা তার পাওয়ার কথা। এ নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘এত সুন্দর একটা কাজ মুক্তি পাচ্ছে, অথচ পোস্টারে কোথাও আমার ছবি দেখেছেন? কেন পোস্টারে আমার ছবি ব্যবহার করেনি? আমার কোনো ক্ষোভ নেই। তারা তাদের ব্যবসায়িক দিকটা দেখছে। আমাকে নিয়ে নেগেটিভ আলোচনা আছে, আমার ছবি থাকলে দর্শক ক্ষেপে যাবে, নেগেটিভ কমেন্ট করবে, এ জন্য পোস্টারে আমার ছবি দেয়নি।’
কেন এ রকম হচ্ছে? এসব ঘটনায় পেশাগত কাজ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? জানতে চাইলে গণমাধ্যমকে জয় বলেন, ‘ভীষণ ক্ষতি হচ্ছে। সামাজিকভাবে আমি এখন একজন ভিলেন। আমাকে সেভাবেই উপস্থাপনা করা হয়। এতে তো ক্ষতি হয়, নির্মাতা ও প্রযোজকরা এগুলো আমলে নেয়। তারা মনে করেন, ও ট্রল হচ্ছে, ও তো চিঠি লিখেছে, … খারাপ কাজে সঙ্গে যুক্ত!’