রতন টাটার মৃত্যু: শোকবার্তায় যা বললেন সালমান আনুশকা ও প্রিয়াংকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:০৩ এএম
শোকবার্তায় যা বললেন সালমান আনুশকা ও প্রিয়াংকা
ভারতের ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ টাটার কর্ণধার রতন টাটা বুধবার রাতে মারা গেছেন। তার মৃত্যু নিঃসন্দেহে দেশটিতে গভীর শূন্যতা তৈরি করেছে। শোকের ছায়া নেমে এসেছে বলিউডপাড়াতেও। বার্তা দিয়েছেন সালমান খান, প্রিয়াংকা চোপড়া ও আনুশকাসহ অনেকেই।
প্রবীণ শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা এদিন ৮৬ বছর বয়সে মারা গেছেন। এই সপ্তাহের শুরুতে হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অনেক তারকাই এই কিংবদন্তির প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করেছেন, তার নেতৃত্ব দেওয়ার গুণ, মূল্যবোধ এবং দেশের প্রতি বিশেষ অবদানের কথা স্মরণ করেছেন।
অভিনেত্রী আনুশকা শর্মা তার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন— ‘শ্রী রতন টাটাজির খবরে গভীরভাবে দুঃখিত। তিনি যা কিছু করেছেন, তার মাধ্যমে তিনি সততা, অনুগ্রহ ও মর্যাদার মূল্যবোধকে সবার আগে রেখেছেন এবং সত্যিকার অর্থেই ভারতের আইকন ও তাজ ছিলেন। আপনার আত্মার শান্তি কামনা করি স্যার, আপনি অনেকের জীবন বদলেছেন।’
তার মৃত্যুতে প্রিয়াংকা চোপড়া জোনাস লিখেছেন— ‘আপনার দয়ালু স্বভাবের মাধ্যমে আপনি লাখ লাখ মানুষের জীবনে গভীর প্রভাব রেখে গেছেন। আপনার নেতৃত্ব ও উদারতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনি আমাদের দেশের জন্য যা কিছু করেছেন, তাতে আপনার আবেগ ও উৎসর্গ ছিল স্পষ্ট। অনেক ধন্যবাদ স্যার। আপনি আমাদের সবার অনুপ্রেরণা। খুব মিস করব স্যার।’
বলিউড সুপারস্টার সালমান খান একটি ছবি দিয়ে শেয়ার করেছেন— ‘মিস্টার রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’
অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন— ‘ভারত আজ একজন সত্যিকারের স্বপ্নদর্শীকে হারিয়েছে। তিনি ছিলেন সততা ও সহানুভূতির ভাণ্ডার। অসংখ্য জীবনকে প্রভাবিত করেছিলেন। তার আত্মা শান্তি পাবে।’
অজয় দেবগন সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে লিখেছেন— ‘একজন স্বপ্নদর্শীকে হারিয়ে গোটা বিশ্ব শোক করছে। রতন টাটার উত্তরাধিকার চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারত এবং দেশের বাইরেও তার অবদান অপরিসীম। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শান্তিতে থাকুন, স্যার।’
অভিনেতা বরুণ ধাওয়ান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রতন টাটার একটি থ্রোব্যাক ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন— ‘আপনার আত্মার শান্তি কামনা করি রতন টাটা স্যার।’
অভিনেতা রণদীপ হুডা টাটাকে ‘ভারতের সবচেয়ে মূল্যবান মানুষ’ হিসাবে বর্ণনা করেছেন। তবে তা তার বিশাল সম্পদের জন্য নয়, তার মূল্যবোধের জন্য। যোগ করেছেন যে, তার সততা ও নম্রতা অনেককে অনুপ্রেরণা দিয়েছে৷ ‘কখনো শো-অফ নয় কিন্তু সর্বদা তারকা রতনটাটা জির নেতৃত্বে সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে’।
রীতেশ দেশমুখ লিখেছেন— ‘শ্রী রতন টাটাজি আর নেই জেনে গভীরভাবে দুঃখিত। পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা। রেস্ট ইন গ্লোরি স্যার।’
সূত্র: হিন্দুস্তান টাইমস