Logo
Logo
×

বিনোদন

বিগ বস থেকেই সালমান খানের আয় ২৫০ কোটি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩১ পিএম

বিগ বস থেকেই সালমান খানের আয় ২৫০ কোটি

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস। গত ১৫ বছর ধরে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বলিউডের সুপারস্টার সালমান খান। দীর্ঘদিন থেকে এই শোটি সঞ্চালনা করার মধ্য দিয়ে বিগ বসের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন জনপ্রিয় এই অভিনেতা।

যে কারণে বিগ বস মানেই ভক্তদের কাছে সালমান খান! বিস বস সঞ্চালনার জন্য তার জায়গায় দর্শকরা অন্য কাউকে ভাবতেই পারেন না। দর্শক জনপ্রিয়তার কথা মাথা রেখে অভিনেতাকে বাড়তি পারিশ্রমিক দিয়ে হলেও রাখতে হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষকে।

গত ৬ অক্টোবর থেকে নতুন রূপে নতুন সিজন শুরু হয়েছে বিগ বস ১৮-এর। অতীতের মতো এবারও সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সালমান খান। জনপ্রিয় এই শোটি সঞ্চালনার জন্য মাসে ৬০ কোটি পারিশ্রমিক নেবেন অভিনেতা।

তিনি গত বছরের তুলনায় এবার আরও বেশি পারিশ্রমিক নেবেন। এবার তিনি আলাদা আলাদা এপিসোডের জন্য পারিশ্রমিক নেবেন না। সব এপিসোডের পারিশ্রমিক একসঙ্গে চুক্তি হিসেবে নেবেন। আর সেই হিসেবে তিনি প্রতি মাসে প্রায় ৬০ কোটি নেবেন। 

গত সিজনের মতো এ বছরও যদি বিগ বস ১৬ সপ্তাহ ধরে চলে তাহলে এই সিজন থেকে সালমান খান পারিশ্রমিক হিসেবে পাবেন ২৫০ কোটি টাকা।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম