ভারতের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেছেন, পূজার সময় যেসব ছেলেরা সাঁ করে জোরে বাইক চালিয়ে ঘুরে বেড়ায়, তারাই দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করে অত্যাচারী হয়ে ওঠে।
অভিনেত্রী বলেন, এমন একটা জীবন চাই, যেখানে আমি খুব আনন্দে থাকতে পারব আর ভালো করে ঘুমাতে পারব। পৃথিবীতে বেঁচে থাকা মানেই দুশ্চিন্তা। কে কী বলল, আমি কাকে কী বললাম, সেসব নিয়ে প্রভাবিত হলে চলবে না।
২০১৯ সালে রাজনীতিতে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুর লোকসভা নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হন মিমি চক্রবর্তী।
৩৫ বছর বয়সি এই অভিনেত্রী বলেন, আমি এই মুহূর্তে ভালো থাকতে চাই। দশ বছর পরে কী হবে তা আগাম ভাবতে চাই না। একজন নারী একা জীবন কাটালে অনেক বিষয় জড়িয়ে থাকে। একাকীত্ব তাকে গ্রাস করে এমন নয়। যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তাহলে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই। তাহলে নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়।
তিনি আরও বলেন, আমার কখনই মনে হয় না যে, আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ। স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই।