‘শুটিংয়ের সময় জ্ঞান হারাই, দুঃস্বপ্ন দেখতে থাকি’
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম
তাসনিয়া ফারিণ/সংগৃহীত
ভিকি জাহেদের পরিচালনায় আসছে ওয়েব সিরিজ ‘চক্র’। এই সিরিজে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সিরিজটিতে কাজ করতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন এই অভিনেত্রী।
১৭ বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করে। আলোচিত সেই ঘটনা ‘চক্র’ সিরিজের চিত্রনাট্যে তুলে এনেছেন পরিচালক ভিকি জাহেদ।
এই সিরিজের শুটিং অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে ফারিণ বলেন, ‘শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যার ব্যাখ্যা আসলে আমরা এখনো পাইনি।’
এসব ঘটনার ফলে একসময় সিরিজটিতে কাজ চালিয়ে যাওয়া নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী, ‘একপর্যায়ে মনে প্রশ্ন জাগে-কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন: আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়।’
তবে সব বাধাবিপত্তি কাটিয়ে শুটিং সম্পন্ন হয়েছে ‘চক্র’র। আগামী ১০ অক্টোবর দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। ফারিণের অনুরোধ, ‘আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি, হতাশ হবেন না।’
জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদের এই সিরিজে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।