Logo
Logo
×

বিনোদন

ভুল করে নিজের পায়ে গুলি

‘এত রক্ত বের হচ্ছে দেখে ভয় পেয়ে যাই’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পিএম

‘এত রক্ত বের হচ্ছে দেখে ভয় পেয়ে যাই’

নিজের ভুলেই রিভলভার থেকে আচমকা গুলি বের হয়ে অঘটনের শিকার হন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। পরে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে রাখা হয় অভিনেতাকে।

মঙ্গলবার ভোরবেলা পায়ে গুলি লেগে আহত হয়েছিলেন তিনি। তাকে মুম্বাইয়ের আন্ধেরির ক্রিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অস্ত্রোপচার করে তার পা থেকে গুলি বের করা হয়েছিল। চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন।

পায়ে গুলি লাগা প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সঙ্গে কী হয়েছে। গুলি আমাকে গভীরভাবেই জখম করেছিল। তখন মনে হচ্ছিল আমার সঙ্গে এটা কী হলো। ঘটনাটি ঘটেছিল ভোর প্রায় ৪টা ৪৫ মিনিট নাগাদ। ওই সময় আমি কলকাতায় যাব বলে বের হচ্ছিলাম। কলকাতায় এক অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল। আমি বন্দুক পরিষ্কার করতে গিয়েছিলাম, আর ভুলবশত ট্রিগার দাবিয়ে ফেলি।

আর তখন গুলি সোজা আমার পায়ে এসে লাগে। আমি তখন দেখি যে আমার পা থেকে রক্তের ফোয়ারা বের হচ্ছে। এত রক্ত দেখে ভয় পেয়ে গেছি। আমি এ ঘটনার সঙ্গে কাউকে জড়াতে চাইছিলাম না, আর না আমি কাউকে বিরক্ত করতে চাইছিলাম। তাই কিছু ভিডিও বানিয়ে আমি ডাক্তার আগারওয়ালকে পাঠিয়েছিলাম। আমি যখন হাসপাতালে গিয়েছিলাম, তখন ডাক্তার আগারওয়াল আমার সঙ্গে ছিলেন।’

গোবিন্দ আরও বলেছেন, ‘সকালে আপনি যখন তৈরি হন, তখন মনে হয়, সবকিছু ঠিকঠাক আছে। অন্যান্য দিনের মতো আমারও মনে হয়েছিল, সব ভালোই আছে। বাজে কোনো কিছু হতে পারে যে, তা মাথায় আসেনি। কিন্তু আমাদের সবার সতর্ক হওয়া প্রয়োজন। আমার সঙ্গে যা ঘটেছে, তা অন্য কারও সঙ্গে যেন না ঘটে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার থেকে সবার শিক্ষা নেওয়া প্রয়োজন।’

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আমি মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে, পুলিশ প্রশাসন, গণমাধ্যম ও আমার সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই, আপনাদের সবার প্রার্থনার জোরে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমার জন্য যাঁরা যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম