Logo
Logo
×

বিনোদন

‘চাঁদনী’ জুটির সুখী জীবনের তিন দশক পার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৮:০৫ এএম

‘চাঁদনী’ জুটির সুখী জীবনের তিন দশক পার

ছবি : সংগৃহীত

আজ থেকে ৩৩ বছর আগে মুক্তি পায় ‘চাঁদনী’ নামে একটি সিনেমা। এটি দিয়েই সিনেমার রঙিন দুনিয়ায় অভিষেক ঘটে নাঈম ও শাবনাজের। সেই থেকে শুরু। এরপর জুটি বেঁধে অনেক সিনেমায় অভিনয় করেছেন তারা। পর্দা থেকে ব্যক্তি জীবনেও বেঁধেছেন জুটি। দুই মেয়েকে নিয়ে তাদের দাম্পত্য জীবনও বেশ সুখের। 

আজ নাইম শাবনাজ তাদের বিবাহিত জীবনের ৩১ বছরে পা রেখেছেন। ১৯৯৪ সালেরই ৫ অক্টোবর শাবনাজকে বিয়ে করেন নাঈম। মূলত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। 

এই প্রসঙ্গে নাঈম বলেন, এ সিনেমায় শাবনাজের চরিত্রের নাম ছিল ময়না। সেই তখন থেকে আজ অবধি তাকে আমি ময়না বলেই ডাকি। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা বেশ ভালো আছি। তার দরবারে লাখ লাখ শুকরিয়া তিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সবার কাছে আমরা দোয়া প্রার্থী, আল্লাহ যেন বাকী জীবন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন।

শাবনাজ বলেন, নাঈমের মতো পরিপূর্ণ একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমার সুখে দুঃখে যেমন সে সবসময় পাশে থেকেছে, আমিও তার সুখে দুঃখে পাশে থেকেছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি।

তিনি বলেন, দুই মেয়েকে নিয়েই আমাদের যতো স্বপ্ন এখন। ওদের জন্যই সবার কাছে দোয়া চাই, আর পরম শ্রদ্ধা রইলো আমাদের প্রথম সিনেমার পরিচালক শ্রদ্ধেয় এহতেশাম স্যার’সহ আমাদের সকল সিনেমার পরিচালকদের প্রতি।

 উল্লেখ্য, ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিলো এহতেশাম পরিচালিত নাঈম-শাবনাজের প্রথম সিনেমা ‘চাঁদনী’। এরপর ‘সোনিয়া’, ‘দিল’, ‘বিষের বাঁশি’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘লাভ’ সিমোগুলো দিয়ে জুটি হিসাবে প্রতিষ্ঠা পান তারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম