সাবেক স্ত্রী রিনা দত্তের পরিবারে শোকের ছায়া, পাশে আমির খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১১:০১ এএম
ছবি : সংগৃহীত
বলিউড সুপারস্টার আমির খানের সাবেক স্ত্রী রিনা দত্তের বাবা মারা গেছেন। যদিও তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমির খানকে এই কঠিন সময়ে রিনার পরিবারের পাশে থাকতেও দেখা গেছে। রিনার বাবা একটা সময় এয়ার ইন্ডিয়ার সিনিয়র অফিসার ছিলেন।
আমিরের পরিবারে শোকাহত বলা চলে। শুধু আমির খানই নয়, তার বৃদ্ধ মা জিনাত হোসেনও সমবেদনা জানাতে রিনা দত্তের বাড়িতে পৌঁছেছিলেন। ভিডিওতে আমিরের মাকে দেখে খুব কষ্ট করে হাঁটতে দেখা গেছে। তাকে গাড়ি থেকে নেমে কর্মীদের সাহায্যে রিনার বাড়িতে যেতেও দেখা যায়।
অনুষ্ঠানের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা মানুষকে রীতিমতো আবেগপ্রবণ করে তুলেছিল। আমির খান এবং রীনা ১৯৮৬ সালে গোপনে বিয়ে করেছিলেন। তার দুই সন্তান জুনায়েদ ও আইরা খান। ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
আমির যখন প্রথম বিয়ে করেন, তখন রিনার বয়স ছিল মাত্র ১৯ বছর। আমির এবং রিনা তাদের বিয়ের বিষয়টি পরিবারের কাছ থেকে অনেক দিন গোপন রেখেছিলেন। আমির যখন ‘কেয়ামত সে কেয়ামাত তক’-এর শুটিং করছিলেন, তখন তিনি বিয়ে করেছিলেন। এই ছবি মুক্তির এক বছর আগে থেকেই দু’জনের সম্পর্কের সূত্রপাত। দুই পরিবারের মতপার্থক্য থাকায় বিয়ে মেনে নেবে বলে মনে করেননি তারা। তারপর একদিন আমির রিনাকে নিয়ে আদালতে যান এবং রেজিস্ট্রি করেন। বিয়ের পর দু’জনেই নিজের নিজের বাড়িতে ফিরে যান।
একদিন রিনার বোনের সন্দেহ হয়। এবং তিনি বাবাকে সবটা জানানোর হুমকি দেন। এরপরই পরিবারের সদস্যদের সামনে আসে রিনা ও আমিরের সম্পর্ক। আমির খানের বাবা তাহির হুসেনের এ সম্পর্ক নিয়ে কোনো সমস্যা ছিল না। এমনকি রিনাকে পুত্রবধূ হিসেবে মেনেও নিয়েছিলেন। তবে রিনার বাবা এই সম্পর্ক নিয়ে মোটেও খুশি ছিলেন না। মেয়ের বিয়ের খবরে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। তবে আমির তার ব্যবহারে মন জয় করে নেন।