
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৮:২০ এএম
গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাদের ওপর নজরদারি চালাতেন রণবীর!

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

ছবি : সংগৃহীত
আরও পড়ুন
তাকে নিয়ে আলোচনার আর শেষ নেই। কখনও ছবির জন্য, কখনও আবার প্রেমিকাদের তালিকার জন্য খবরের শিরোনাম হয়েছেন বলিউড স্টার রণবীর কাপুর। কিন্তু নিজেকে প্রচারের আলো থেকে খানিকটা সরিয়ে রাখতেই পছন্দ করেন এই অভিনেতা। তাই সমাজিক মাধ্যমে তার নেই কোনো অ্যাকাউন্ট! কিন্তু শোনা যায়, অন্য অভিনেতাদের জীবন কেমন চলছে, তার ওপর গোপনে নজরদারি করেন রণবীর। অভিনেতার নাকি বেনামে এক গোপন অ্যাকাউন্ট রয়েছে।
বহু দিন ধরেই অভিনেতার অনুরাগীদের কৌতূহল, কী নামে রয়েছে রণবীরের সেই গোপন অ্যাকাউন্ট। সেই গোপন তথ্য প্রায় ফাঁস করে দিলেন অভিনেতার মা নীতু কাপূর। ২৮ সেপ্টেম্বর ছিল রণবীরের জন্মদিন। ছেলেকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য ইনস্টাগ্রামে পোস্ট করেন নীতু। সেখানেই একটি অ্যাকাউন্টকে ট্যাগ করেন তিনি। অ্যাকাউন্টের নাম ‘ARKS’ যা বাংলায় করলে দাঁড়ায় ‘আরকেস’। রণবীরও বলিউড পাড়ায় ‘আরকে’ নামে পরিচিত। তার দাদা রাজ কাপুরও ‘আরকে’ নামে পরিচিত ছিলেন। নাম ও পদবির আদ্যক্ষর ব্যবহার করা তাদের পরিবারের রীতি।
এই নামের অ্যাকাউন্ট দেখেই নেটিজেনরা প্রশ্ন তোলেন, এটিই কি রণবীরের সেই গোপন অ্যাকাউন্ট, যেখান থেকে তিনি সকলের উপরে গোপনে নজরদারি চালান? এই অ্যাকাউন্ট অনুসরণ করেন আলিয়া ভাটও।
তবে এটি রণবীরের সেই গোপন অ্যাকাউন্ট নয়। তার জুতোর ব্র্যান্ডের নাম ‘আরকেস’। সম্প্রতি উদ্যোগপতি হিসেবে নিজের জুতোর ব্র্যান্ড বাজারে এনেছেন অভিনেতা।
উল্লেখ্য, আগামীতে রামের চরিত্রে দেখা যাবে রণবীরকে। সেই ছবি নিয়ে তার ব্যস্ততা চলছে। রণবীরের বিপরীতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। এ ছাড়াও, সঞ্জয় লীলা বানসালির ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে কাজ করছেন তিনি। তার সঙ্গে রয়েছে ভিকি কৌশল ও আলিয়া ভাট।