Logo
Logo
×

বিনোদন

পতিতা চরিত্রে প্রশংসিত তানিয়া বৃষ্টি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ এএম

পতিতা চরিত্রে প্রশংসিত তানিয়া বৃষ্টি

সদ্য প্রকাশিত একটি নাটকে পতিতা চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটকের নাম ‘চোখটা আমাকে দাও’। এটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। নাটকটি প্রচারের পর দর্শকমহলে তানিয়া বেশ প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার ভীষণ প্রিয় একটি নাটক। চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতি ছিল। সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও বেশকিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছি। ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি। অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভানের প্রতিও। ধন্যবাদ পুরো ইউনিটকে। এ নাটকের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। নির্মাতারাও প্রশংসা করছেন। আগামীতে আরও ভালো ভালো অন্যরকম গল্পের প্রতি আমার মনোযোগ থাকবে।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম