Logo
Logo
×

বিনোদন

যে কারণে ট্রলকারীদের বিরুদ্ধে মন্তব্য করেন না অনন্যা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

যে কারণে ট্রলকারীদের বিরুদ্ধে মন্তব্য করেন না অনন্যা

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে মাঝে মাঝেই আলোচনায় আসেন। তাকে নিয়ে সামাজিকমাধ্যমে হয় বিতর্ক। কখনো তার অভিনয় নিয়ে কখনোবা তার মন্তব্য নিয়ে তাকে ট্রল হতে হয়। 

এবার প্রশ্ন উঠেছে—তার বুদ্ধিমত্তা নিয়ে। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মজাদার মিম তৈরি হয়েছে। আর এ নিয়ে সমালোচক কিংবা ট্রলকারীদের উদ্দেশ্যে পালটা কোনো মন্তব্য করতে দেখা যায় না। এ বিষয়ে অনন্যা বলেন, ‘আমার গায়ের চামড়া বেশ মোটা। আর এটা আমার বাবার থেকেই পেয়েছি।’

এ অভিনেত্রী বলেন, ‘বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ট্রল হয় কিন্তু রাগ করেন না তিনি। বরং হাসিমুখে সব সহ্য করে নেন এবং মনে কোনো রাগ পুষে রাখেন না। আর অনেক সময় নিজেকে নিয়েই প্রচুর হাসিঠাট্টা করেন। এই শিক্ষাটাই আমি বাবার কাছ থেকে পেয়েছি।’

তিনি বলেন, ‘বাবা আমাকে বুঝিয়েছেন— প্রতি শুক্রবার একজন অভিনেতা কিংবা অভিনেত্রী ব্যাট হাঁকিয়ে ছয় মারতে পারেন কিংবা আউট হয়েও যেতে পারেন। তবে আশার কথা— এই আউট হয়ে যাওয়ার পরও সেই অভিনেতা কিন্তু ফের ক্রিজে নেমে খেলার সুযোগ পাবে। এতটাই পজিটিভ থাকেন বাবা। এটাও শিখেছি— জীবনমুখী থাকতে।’

প্রসঙ্গত, অনন্যা পান্ডের বাবা বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে। একটা সময় চুটিয়ে হিন্দি ছবিতে কাজ করার পাশাপাশি বাংলা, তেলেগু, কন্নড় ছবিতেও কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন বাংলাদেশের ছবিতেও। ওটিটিতেও দেখা গেছে তাকে। আর কত রকমের চরিত্রেই না অভিনয় করেছেন তিনি। এ মুহূর্তে ‘হাউজফুল ৫’-এর শুটিংয়ে ফ্রান্সে রয়েছেন চাঙ্কি পান্ডে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম