Logo
Logo
×

বিনোদন

রাজন্যার হাত ধরে পর্দায় আরজি কর কাণ্ড

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

রাজন্যার হাত ধরে পর্দায় আরজি কর কাণ্ড

গত ৯ আগস্ট ভোররাতে কলকাতার আরজি কর হাসপাতালে চেস্ট মেডিসিন বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। সেই ঘটনায় ভারতজুড়ে তোলপাড় চলছে। 

সেই ঘটনাকে তুলে ধরতেই তৈরি হয়েছে স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি। যেখানে অভিনয় করেছেন তৃণমূলের ছাত্রনেত্রী রাজন্যা হালদার ও ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী।

ছাত্রনেত্রী জানান, রাজনীতির বাইরেও তার একটা পরিচয় রয়েছে। সেটা তার শিল্পীসত্তা। আরজি করের প্রেক্ষাপট নিয়েই গল্প।

রাজন্যা অভিনয় করছে বলে হয়তো রাজনীতির প্রশ্ন কিছু উঠছে। তবে শিল্পী রাজন্যার কিন্তু একটা আলাদা পরিচয় আছে। সেই দায়িত্ব থেকেই এ কাজে হাত দিয়েছেন তিনি। 

গত ২১ জুলাই ‘আজাদি’ ধ্বনি তুলে সমাজমাধ্যমে ভাইরাল হন রাজন্যা হালদার। তারপর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু দায়িত্ব দেওয়া হয় তাকে। এবার রুপালি পর্দায় দেখা যাবে তাকে। 

রাজনীতি করতে করতে হঠাৎ বাঁকবদল নিয়ে রাজন্যা বলেন, ‘একুশে জুলাইয়ের মঞ্চে এক রাজন্যার জন্ম হয়েছে। কিন্তু রাজনীতিতে আসার আগে থেকেই রাজন্যার একটা শিল্পীসত্তা ছিল। একটা শৈল্পিক মনন ছিল। একইভাবে প্রান্তিকেরও তা ছিল। সে কারণেই এই ছবিটা করছি আমরা। রাজনীতি আমাদের পেশা। শিল্পীসত্তার সঙ্গে এটার সম্পর্ক নেই।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম