জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে স্থবির ছিল শোবিজ অঙ্গন। নাটক-সিনেমার সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল বেশ লম্বা সময় ধরে।
আন্দোলনপরবর্তী সীমিত পরিসরে নাটকের শুটিং শুরু হলেও শিল্পীদের কোন্দলের কারণে সেখানেও আসে বাধা। ৫ আগস্টের পর শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও পলায়নে অনেক আওয়ামী নেতারাও পলাতক এবং কেউ কেউ আছেন আত্মগোপনে।
জানা যায়, সেই নেতাদের মধ্যে অনেকেই নাটকে প্রযোজনা করতেন। নিজেরাই আড়ালে থাকায় প্রযোজনায় ফিরতে পারছিলেন না। সেসব কারণেও অনেক নির্মাতা নাটক বানাতে পারছিলেন না।
এরমধ্যে বাধা কাটিয়ে ফের কাজ শুরু হয়েছে। চেনা ছন্দে ফিরছে নাটক-সিনেমা। এদিকে রাজনৈতিক উত্তাল পরিস্থিতিতে নাটকের ভিউ নেই বলে ইউটিউব চ্যানেলের মালিকরাও এতদিন নাটক মুক্তি দেয়া থেকে বিরত ছিলেন। তবে সেই খরাও কেটেছে। মুক্তি দেয়া হচ্ছে নাটক। অনলাইন প্ল্যাটফর্মেও ফিরেছে গতি। প্রেক্ষাগৃহগুলোতেও সিনেমা মুক্তির দিনক্ষণ ঠিক করছেন প্রযোজক-পরিচালকরা।
দুই সপ্তাহ ধরে ইউটিউব নাটকগুলো ট্রেন্ডিংয়েও ফিরতে শুরু করেছে। গত কয়েকদিনে ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে বিশটিরও অধিক নাটক। যার মধ্যে বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে অনেকগুলো। ভিউভীতি কাটিয়ে উঠে এখন বড় বাজেটের নাটকগুলোও মুক্তি দিতে ভরসা পাচ্ছেন প্রযোজকেরা।
এদিকে অনলাইন প্ল্যাটফর্মের বিভিন্ন পেইড অ্যাপ্সেও কনটেন্ট মুক্তির ধারাবাহিকতা এসেছে। বেশ কিছু কনটেন্ট মুক্তি পেয়েছে ও মুক্তির অপেক্ষায় আছে আরও কিছু। নির্মাতারা জানিয়েছেন, তৈরি থাকা কনটেন্টগুলো মুক্তির বিষয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও শুটিং চলছে বেশ কিছু নতুন কন্টেন্টের। পুরোদমেই কাজে ফিরেছেন একাধিক নির্মাতা।
আন্দোলনপরবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘অমানুষ হলো মানুষ’ নামে মাত্র একটি সিনেমা। এটি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। তবে দর্শক খরায় পড়তে হয়েছে সিনেমাটিকে। এর মধ্যে বেশ কিছু সিনেমা মুক্তির কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় সেগুলো পিছিয়ে যায়।
আন্দোলনের পরপরই দেশে বন্যা পরিস্থিতি শুরু হলে কেউ আর সিনেমা মুক্তির সাহস দেখায়নি। তাই প্রেক্ষাগৃহ খোলা থাকলেও মুক্তি পায়নি কোনো নতুন সিনেমা। পুরোনো সিনেমাই ছিল প্রেক্ষাগৃহ মালিকদের ভরসা। তবে আশার কথা হচ্ছে সিনেমার মুক্তির প্রস্তুতি নিচ্ছেন প্রযোজক-পরিচালকরা। মুক্তির তালিকায় রয়েছে ডজন খানেক সিনেমা।
প্রযোজক সমিতির তথ্যমতে, ‘নূর’, ‘ময়না’, ‘জিম্মি’, ‘উদীয়মান সূর্য’, ‘বিলডাকিনী’, ‘দায়মুক্তি’, ‘চরিত্র’, ‘হৈমন্তীর ইতিকথা’সহ আটটির মতো সিনেমা মুক্তির জন্য শিডিউল নেওয়া রয়েছে। এছাড়াও অক্টোবর মাসে সিনেমা মুক্তির সংখ্যা বাড়বে বলে মনে করছেন প্রযোজকরা। এই সময়ে ‘নন্দিনী’, ‘দরদ’, ‘শরতের জবা’, ‘সাবা’, ‘রং ঢং’সহ একাধিক সিনেমা পরিস্থিতি বুঝে মুক্তির তালিকায় যোগ হবে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন শোবিজের কার্যক্রম বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মধ্যে পড়েছে ইন্ডাস্ট্রি। নাটকের শুটিং বন্ধ থাকায় অনেক ইউটিউব চ্যানেলও ক্ষতির মুখে পড়েছে।