সালমানের সঙ্গে কোথায় দেখা করতেন ঐশ্বরিয়া, ফাঁস করলেন সোমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম
ছবি : সংগৃহীত
সঞ্জয়লীলা বনশালির ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার পরে সালমান খানের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন ঐশ্বরিয়া রাই। সেসময় সোমি আলির সঙ্গেও সম্পর্কে ছিলেন সালমান। তারপরও ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্ক চালিয়ে গিয়েছিলেন তিনি। এমনই সত্যি ফাঁস করে দিয়েছেন সোমি আলি। একসঙ্গে একাধিক জনের সঙ্গে সম্পর্ক রাখতেন ভাইজান। বলিউডপাড়ায় এটা নতুন কথা নয়।
সে কারণেই একাধিক প্রেম ভেঙেছিল সালমান খানের। কিন্তু তারপরেও সেই স্বভাব ছাড়তে পারেননি তিনি। যেমন সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্কে থাকাকালীনই সোমি আলির সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান খান। আবার সোমি আলির সঙ্গে সম্পর্কে থাকতেই ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সে সময়ের সত্যিটা ফাঁস করে দিয়েছেন সোমি আলি।
এক কথায় সোমি আলি এবং তার সম্পর্ক ভাঙার জন্য ঐশ্বরিয়া রাইকে দায়ী করেছিলেন। ‘হাম দিল দে চুকে সনম’ ছবির শ্যুটিংয়ের সময় সালমানকে একাধিকবার ফোন করার পরেও ফোন তুলতেন না। বারবার অজুহাত দিতেন যে শ্যুটিংয়ের সময় তিনি ফোন ধরতে পারবেন না।
সোমি জানিয়েছেন পরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে জিমে যাওয়া আসা শুরু করেন ঐশ্বরিয়া রাই।
সোমি বলেন, সালমান খানের সঙ্গে সম্পর্কে থাকার সময় তিনি এবং সালমান গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে থাকতেন। সিনেমার সেটেই ঐশ্বরিয়া প্রেমে পড়েছিলেন সালমান। তারা যে দেখা করছেন সেটা সালমান খানের এক পরিচালকই তাকে জানিয়েছিলেন। তারপরেই সালমান খানের সঙ্গে সম্পর্কের ইতি টানেন সোমি আলি।
২০০২ সালে ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে সালমান খানের। তারপরে আর সালমান খানের সঙ্গে কোনো সিনেমা করেননি ঐশ্বরিয়া। পরে ২০০৭ সালে অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বরিয়া।