
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পিএম
কন্যাকে নিয়ে আলিয়া-রণবীরের সংসারে অশান্তি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পিএম

আলিয়া-রণবীর
আরও পড়ুন
কাপুর পরিবারের নয়নের মণি রাহাকে নিয়েই আলিয়া-রণবীরের অশান্তি। কারণ রাহার মুখে ‘বাবা’ নাকি ‘মা’, কোন ডাক শোনা যাবে সেই নিয়েই সমস্যা।
রাহাকে নিয়ে আগেও ভাট ও কাপুর পরিবারে খুনসুঁটির কথা শোনা গেছে। রণবীরের মা নীতু কাপুর ও আলিয়ার মা সোনি রাজদানের মধ্যে একচোট ঝগড়া হয়েছে এ নিয়েই যে, রাহা আগে মাকে ডাকবে নাকি বাবাকে।
মাত্র দেড় বছর বয়স আলিয়া-রণবীর কন্যার। জনপ্রিয়তার দিক থেকে ইতোমধ্যেই মা-বাবাকে টেক্কা দিতে চলেছে এই স্টারকিড।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘আমার আর রণবীরের মধ্যে প্রায়ই ঝামেলা হতো রাহা কাকে আগে সম্বোধন করবে, সেই নিয়ে। আমি বলতাম, ‘মাম্মা’ বলবে ও, রণবীর বলত না, ‘পাপা’। একদিন আমি আর রাহা একা বসে আছি। ও নিজের মতো খেলছে। তখনই বলে, ‘মাম্মা’। শোনামাত্রই ফোন বের করে রেকর্ড করি সেই মুহূর্তটা। ওকে বলি, এক্ষুণি যেটা বললে, বল। প্রথমবার আধো আধোভাবে বললেও পরেরবার স্পষ্ট ‘মাম্মা’ বলে ডাকে ও।’
২০২২ সালের এপ্রিলে গাঁটছড়া বাঁধার পর নভেম্বরে কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর।