Logo
Logo
×

বিনোদন

মালাইকার বাবার মৃত্যু, কোন বিষয়ে মেজাজ হারালেন বরুণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

মালাইকার বাবার মৃত্যু, কোন বিষয়ে মেজাজ হারালেন বরুণ

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বাবা অনিল মেহতা বুধবার সকালে আত্মহত্যা করেছেন। মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন অনিল মেহতা। 

এ ঘটনার পর মালাইকার সঙ্গে দেখা করতে বলিউডের অন্য তারকারাও আসেন দেখা করতে। কিন্তু এর মধ্যে একটি বিষয়ে চটে গেলেন বরুণ ধাওয়ান। খবর পেয়েই আগে ঘটনাস্থলে পৌঁছান মালাইকার সাবেক স্বামী আরবাজ খান। বাড়িতে ছিলেন না মালাইকা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুনে থেকে ছুটে আসেন অভিনেত্রী। 

মালাইকার বাবার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই বাড়ির সামনে জড়ো হন ফটোসাংবাদিকরা। প্রতিটি মুহূর্ত তারা ক্যামেরাবন্দি করতে থাকেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। এই কঠিন পরিস্থিতিতে কীভাবে ফটোসাংবাদিকরা ছবি তুলছেন এবং ভিডিও তৈরি করছেন— প্রশ্ন তুলেছেন অভিনেতা।

সামাজিকমাধ্যমে একটি পোস্টে বরণ ধাওয়ান লিখেছেন— শোকাচ্ছন্ন মানুষের মুখে ক্যামেরা তাক করে ছবি তোলার মতো অসংবেদনশীল বিষয় আর কিছু হয় না। একটু ভাবুন— আপনারা কী করছেন। আপনি যার ছবি তুলছেন, তার মনের অবস্থাটা ভাবুন। আমি বুঝি, এটা আপনাদের কাজ। কিন্তু কিছু সময়ে মানুষের মনের অবস্থা ঠিক না-ও থাকতে পারে।

এদিন মালাইকার বাবার মৃত্যুর খবর পেয়েই ছুটে আসেন সেলিম খান, সোহেল খান, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, অর্জুন কাপুর, অনন্যা পান্ডেসহ আরও অনেক তারকা।

উল্লেখ্য, মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ভারতীয় নৌ-সেনায় কর্মরত ছিলেন অভিনেত্রীর বাবা। দুই মেয়ে বিনোদন জগতের অন্যতম মুখ হলেও, নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন অনিল মেহতা। হিন্দু পাঞ্জাবি পরিবারে জন্মেছিলেন অনিল। ভারতের সীমান্তে ফজিলকায় তার আদি বাড়ি। খ্রিস্ট মালয়ালি পরিবারের নারী জয়েস পলিক্র্যাপকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছর আগে ফের একসঙ্গে থাকতে শুরু করেছিলেন মালাইকার বাবা ও মা। কী কারণে এমন চরম পদক্ষেপ করেছেন অনিল, তা এখনো জানা যায়নি।

মালাইকার মা পুলিশকে জানান, প্রতিদিনের মতো সকালে উঠে বারান্দায় বসেন তিনি। সেখানেই খবরের কাগজ পড়েন। তবে বুধবার সকালে অভিনেত্রীর মায়ের খটকা লাগে, যখন তিনি দেখেন বৈঠকখানা ঘরেই তিনি হাওয়াই চটি খুলে রেখেছেন। বারান্দায় গিয়ে নিচের দিকে উঁকি দিতেই তিনি দেখেন, নিচে পড়ে রয়েছে অনিলের নিথর দেহ। গেটের দারোয়ান সাহায্যের জন্য চিৎকার করছেন। মালাইকার মা এ-ও জানান, হাঁটুতে যন্ত্রণা ছাড়া আর কোনো বিশেষ রোগ ছিল না তার।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম